নিজস্ব সংবাদদাতা: প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী এবং রত্না ঘোষালের মধ্যে একসময় খুব ভাল বন্ধুত্ব থাকলেও শোনা যায় আসলে বিশ্বাসঘাতকতা করেছিলেন রত্না ঘোষাল। সেই বিষয় নিয়ে প্রথমবার আজকাল ডট ইন-এর কাছে মুখ খুললেন প্রবীণ অভিনেত্রী। পাশাপাশি জানালেন মহুয়া রায় চৌধুরীর বায়োপিকের সঙ্গে যুক্ত থাকছেন তিনি।

রানা সরকারের প্রযোজনায় এবং সোহিনী ভৌমিকের পরিচালনায় বড়পর্দায় আসতে চলেছে অভিনেত্রী মহুয়া রায় চৌধুরীর বায়োপিক। মহুয়া রায়চৌধুরীর বিতর্কিত জীবন নয় বরং আলোকিত জীবনকেই তুলে ধরা হবে এই ছবিতে। মহুয়া রায় চৌধুরী এবং রত্না ঘোষালের বন্ধুত্ব নিয়ে আজও নানা বিতর্ক শোনা যায়। রত্না ঘোষালকে ভাল বন্ধু ভাবলেও একসময় তিনিই নাকি মহুয়া রায়চৌধুরীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই বিষয় রত্না ঘোষাল বলেন, "লোকে অনেক কথাই বলে, তবে আমি জানি মহুয়া আমার কাছে কী ছিল এবং ওঁর জীবনে আমি কী ছিলাম। আমরা দু'জনেই অনেক ছোট থেকে ভাল বন্ধু ছিলাম। মহুয়াকে নিয়ে ছবি হচ্ছে আমি জানি, আমাকে ফোন করা হয়। আমি সরাসরি বলে দিই ওঁকে নিয়ে খারাপ কিছু বলা হলে আমি করবো না, কারন আমি জানি মহুয়া খুব বড় মনের মানুষ ছিল। সে এখন আর নেই, তাই ওঁকে নিয়ে খারাপ কিছু দেখানো হলে আমি থাকবো না। তবে ওঁরা জানায়, খুব ভালভাবে মহুয়াকে এই ছবিতে দেখানো হবে। সেই কারণেই আমি রাজি হয়েছি।"

বর্ষীয়ান অভিনেত্রী জানান, তাঁর এবং মহুয়া রায়চৌধুরীর সম্পর্ক নিয়ে যে ধরনের কথা রটানো হয়েছে, তা একেবারেই সত্যি নয়।