সংবাদ সংস্থা মুম্বই: ইনস্টাগ্রামে এক ঝলকেই যেন সশব্দে বজ্রপাত হল! রাশা ঠাডানি ও ‘মুঞ্জ্যা’ ছবি খ্যাত অভিনেতা অভয় বর্মা সদ্য একটি রিল শেয়ার করতেই উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে সবার মনে—“এরা কি একসঙ্গে কোনও প্রোজেক্টে কাজ করছেন?”

 

 

ভিডিওর শুরুতেই ঝিম ধরা স্লো-মোশন, তার পর একের পর এক আলতো হাসি আর সেই চোখে চোখ রাখা কেমিস্ট্রি—এই জুটিকে দেখেই নেটপাড়া চমকে উঠেছে। কেউ লিখছেন, “নতুন ছবি আসছে?”, কেউ বলছেন, “ওয়েব সিরিজ না কি মিউজিক ভিডিও?” অর্থাৎ, প্রজেক্ট কী সেটা জানার আগেই এই জুটি ঝড় তুলে ফেলেছে অনলাইন দুনিয়ায়! একদিকে রাশা তাঁর বলিউড ডেবিউ নিয়ে ইতিমধ্যেই নজরে, অন্যদিকে অভয় 'মুঞ্জ্যা'র সৌজন্যে দর্শকদের হৃদয় কেড়েছেন। আর এই দু’জনের স্ক্রিন কেমিস্ট্রি? সহজ, তরতাজা আর মন কেড়ে নেওয়ার মতো।

 

এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, বলিউডের অন্দরের গুঞ্জন—এই রহস্যময় ভিডিওর আসল গল্প সামনে আসতে আর দেরি নেই! অনুরাগীদের একটাই কাজ, রিলটা বারবার দেখা আর রাশা-আভয়ের স্টোরির ওপর কড়া নজর রাখা।

 

তা এই রাশা-অভয় জুটি ঠিক কী নিয়ে আসছে দর্শকদের জন্য? ফিল্ম, ওয়েব সিরিজ, না কি অন্য কোনও চমক? এ মুহূর্তে একটাই কথা বলা যায়—এই ‘নতুন জুটি’র রসায়নে আগুন লেগে গিয়েছে, এবার শুধু অপেক্ষা ঘোষণার!