সামনেই আগামী ছবি ‘অ্যানিমেল’-এর ছবিমুক্তি। জোরকদমে প্রচারে ব্যস্ত ছবির নায়ক রণবীর কাপুর, খলনায়ক ববি দেওল, পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। সেখানেই একান্ত সাক্ষাৎকারে পরিচালক ফাঁস করেছেন, শাহিদ কাপুরের ‘কবীর সিং’-এর ভূমিকায় অভিনয়ের নাকি কথাই ছিল না। তিনি বেছেছিলেন রণবীর সিংকে। বিশেষ কারণে রণবীর রাজি না হলে তিনি শাহিদকে বেছে নেন।
কেন রাজি হননি রণবীর? সন্দীপ কি তাঁর পছন্দের পরিচালক নন? বিস্তারিত জানতে সংবাদমাধ্যম প্রশ্ন রেখেছিল তাঁর কাছে।
সন্দীপ সবিস্তার জানিয়েছেন। তাঁর বক্তব্য, তাঁর সঙ্গে রণবীরের কোনও সমস্যা নেই। তাঁর দ্বিধা ছিল ‘কবীর সিং’ চরিত্রটি নিয়ে। কারণ, চরিত্রটি প্রচণ্ড ধূসর। তিনি এত ধূসর চরিত্র করবেন কিনা সেই সময় তিনি সিদ্ধান্ত নিতে পারেননি। ফলে, তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। তখন সন্দীপ দ্বিতীয় নির্বাচন হিসেবে বেছে নেন শাহিদকে। যদিও তিনি অভিনেতাকে নিয়ে বেশ দ্বন্দ্বে ভুগেছিলেন। কারণ, তখনও শাহিদের কোনও একক ছবি ১০০ কোটির ক্লাবে রাখেনি। তবে পরিচালকের যাবতীয় দুশ্চিন্তা মুছে অভিনেতা এই ছবিতে নিজেকে প্রমাণ করেছিলেন। শাহিদের বিপরীতে এই ছবিতে কিয়ারা আদবানি বুঝিয়ে দিয়েছিলেন, তিনি জাত অভিনেতা। বলিউডে নিজের জায়গা পাকা করতে এসেছেন।
রণবীরের বদলে শাহিদ অভিনয় করবেন শুনে দ্বিধাম্বিত ছিলেন প্রযোজকও। কারণ, ‘বাজিরাও’-এর উপরে তিনি অনেক আশা নিয়ে বাজি ধরেছিলেন। ছবিমুক্তির পর বাকিটা ইতিহাস। তা হলে কি ‘কবীর সিং’-এর সিক্যুয়েল হবে? সন্দীপের মতে, শাহিদ প্রমাণ করে দিয়েছেন, তিনি এই ধরনের চরিত্রে অভিনয়ের জন্য তৈরি। কিন্তু সন্দীপ এক্ষুণি ছবির বিষয়ে কিছু ভাবছেন না। কারণ, ছবিটির সিক্যুয়েল ততটাও সহজ নয়। এবং ‘অ্যানিমেল’-এর পরপরেই এত ধূসর ছবি এক্ষুণি বানাতে রাজি নন।
কেন রাজি হননি রণবীর? সন্দীপ কি তাঁর পছন্দের পরিচালক নন? বিস্তারিত জানতে সংবাদমাধ্যম প্রশ্ন রেখেছিল তাঁর কাছে।
সন্দীপ সবিস্তার জানিয়েছেন। তাঁর বক্তব্য, তাঁর সঙ্গে রণবীরের কোনও সমস্যা নেই। তাঁর দ্বিধা ছিল ‘কবীর সিং’ চরিত্রটি নিয়ে। কারণ, চরিত্রটি প্রচণ্ড ধূসর। তিনি এত ধূসর চরিত্র করবেন কিনা সেই সময় তিনি সিদ্ধান্ত নিতে পারেননি। ফলে, তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। তখন সন্দীপ দ্বিতীয় নির্বাচন হিসেবে বেছে নেন শাহিদকে। যদিও তিনি অভিনেতাকে নিয়ে বেশ দ্বন্দ্বে ভুগেছিলেন। কারণ, তখনও শাহিদের কোনও একক ছবি ১০০ কোটির ক্লাবে রাখেনি। তবে পরিচালকের যাবতীয় দুশ্চিন্তা মুছে অভিনেতা এই ছবিতে নিজেকে প্রমাণ করেছিলেন। শাহিদের বিপরীতে এই ছবিতে কিয়ারা আদবানি বুঝিয়ে দিয়েছিলেন, তিনি জাত অভিনেতা। বলিউডে নিজের জায়গা পাকা করতে এসেছেন।
রণবীরের বদলে শাহিদ অভিনয় করবেন শুনে দ্বিধাম্বিত ছিলেন প্রযোজকও। কারণ, ‘বাজিরাও’-এর উপরে তিনি অনেক আশা নিয়ে বাজি ধরেছিলেন। ছবিমুক্তির পর বাকিটা ইতিহাস। তা হলে কি ‘কবীর সিং’-এর সিক্যুয়েল হবে? সন্দীপের মতে, শাহিদ প্রমাণ করে দিয়েছেন, তিনি এই ধরনের চরিত্রে অভিনয়ের জন্য তৈরি। কিন্তু সন্দীপ এক্ষুণি ছবির বিষয়ে কিছু ভাবছেন না। কারণ, ছবিটির সিক্যুয়েল ততটাও সহজ নয়। এবং ‘অ্যানিমেল’-এর পরপরেই এত ধূসর ছবি এক্ষুণি বানাতে রাজি নন।
