টেলিভিশন অভিনেত্রী মাহি বিজ ৪ জানুয়ারি নিশ্চিত করেন যে, ১৪ বছরের দাম্পত্যের ইতি টেনে স্বামী তথা অভিনেতা জয় ভানুশালির সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। এই ঘোষণার কয়েক দিনের মধ্যেই নতুন করে সম্পর্কের গুঞ্জনে জড়ালেন মাহি। তাঁর ‘বেস্ট ফ্রেন্ড’ বলে পরিচিত নাদিম নাদসকে ঘিরেই শুরু হয়েছে চর্চা।
নাদিমের জন্মদিন উপলক্ষে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন মাহি। সেখানে তিনি লেখেন, ‘আমি তোমাকে ভালবাসি, নাদিম। শুধু তুমি যে রকম মানুষ তার জন্য নয়। বরং তুমি আমাকে যেভাবে অনুভব করাও, যেভাবে আমার পাশে দাঁড়াও, যেভাবে তুমি আমার হৃদয়, আমার ঘর, আমার পরিবার হয়ে ওঠো, তার জন্য।’
এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় ডেটিংয়ের জল্পনা আরও জোরাল হয়। পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে যখন মাহি নিজের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করার অপশন বন্ধ করে দেন। সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁকে কারও হাত ধরে থাকতে দেখা যায়, যদিও সেই ব্যক্তির মুখ দেখা যায়নি। এই ছবি ঘিরেও শুরু হয়েছে নানা জল্পনা।
মাহির ‘বেস্ট ফ্রেন্ড’ নাদিমের বলিউডে যথেষ্ট প্রভাব রয়েছে। তিনি সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু এবং তাঁর টেলিভিশন প্রোডাকশন সংস্থা এসকে টিভি-র প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার। এই সংস্থার অধীনেই তৈরি হয়েছে একাধিক জনপ্রিয় টিভি ও ওয়েব প্রোজেক্ট, যার মধ্যে ‘দ্য কপিল শর্মা শো’-এর মতো সুপারহিট অনুষ্ঠানও রয়েছে।
নাদিম ও সলমন শৈশবের বন্ধু। জানা যায়, নাদিম একসময় অন্য পেশার সঙ্গে যুক্ত থাকলেও পরে সব ছেড়ে দিয়ে সলমনের প্রোডাকশনে ব্যবসার দায়িত্ব সামলাতে শুরু করেন।
২০২৩ সালে কপিল শর্মার অনুষ্ঠানে এসে সলমন নিজেই জানান, নাদিম তাঁর সবচেয়ে কাছের বন্ধুদের একজন এবং তাঁর সব গোপন কথাই নাদিম জানেন। মজার ছলে সলমন বলেন, অনেক সময় নাদিমের কারণেই তাঁকে অনেক সময় দোষারোপ করা হয়। কেউ মিটিংয়ে এলে নাদিম যদি দেখা করতে না চান, তখন তিনি বলে দেন, “আজ ভাইয়ের মুড নেই” বা “আজ না আসলেই ভাল।”
মাহির জন্ম ১ এপ্রিল, ১৯৮২ সালে। বর্তমানে তাঁর বয়স ৪৩ বছর। অন্যদিকে, নাদিমের বয়স আনুমানিক ৫৭ বছর। অর্থাৎ, দু’জনের মধ্যে প্রায় ১৪ বছরের বয়সের ব্যবধান রয়েছে।
তবে এখনও পর্যন্ত মাহি বা নাদিম, কেউই তাঁদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি। তাঁরা কেবল ঘনিষ্ঠ বন্ধু, নাকি এর চেয়েও বেশি কিছু, তা নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।
