সংবাদসংস্থা মুম্বই: বছর চারেক আপ্রাণ লেগে থেকেও 'দ্য ইমমর্টাল অশ্বত্থমা' ছবির কাজ শুরু করতে পারেননি 'উরি' ছবি খ্যাত পরিচালক আদিত্য ধর। শেষমেশ সেই প্রোজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তবে ভেঙে পড়েননি আদিত্য। জোর খবর, রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালকে সঙ্গে করে জোরকদমে নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। সূত্রের খবর, থ্রিলারধর্মী এই ছবির নাম 'ধুরন্ধর'। 

'ধুরন্ধর'-এর সুবাদেই এই প্রথম একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন রণবীর-সঞ্জয়রা। মূলত থ্রিলার হলেও ছবি নাকি ঠাসা থাকবে জমাটি অ্যাকশনে। সূত্রের খবর, নিখিল আদবানি পরিচালিত জনপ্রিয় ছবি 'ডি ডে'-এর সঙ্গে সামান্য মিল রয়েছে এই ছবির মূল গল্পের। শোনা যাচ্ছে, 'ধুরন্ধর'-এ এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। ছবির প্রধান নায়ক হিসাবে তাঁকে পেশ করা হলেও মাধবন, অর্জুনদের চরিত্রও দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

এই অ্যাকশন ড্রামায় সইসাবুদ করে পাকাপাকি ভাবে নাম না লেখালেও প্রধান অভিনেতারা নাকি এক বাক্যে রাজি হয়ে গিয়েছেন অভিনয়ের জন্য। 'ধুরন্ধর'-এর পরিচালকের আসনে বসার পাশাপাশি অন্যতম সহ প্রযোজকের দায়িত্ব সামলাবেন আদিত্য। প্রযোজনায় তাঁকে সঙ্গ দেবেন তাঁর ভাই লোকেশ ধর ও ইন্ডাস্ট্রির এক প্রথম সারির প্রযোজনা সংস্থা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষদিকে শুরু হয়ে যাবে 'ধুরন্ধর'-এর শুটিং।