শীতে বক্স অফিস কাঁপাতে আসছে 'ধুরন্ধর'। কিন্তু তার আগে যে ঝলক প্রকাশ্যে এল ছবির, তা দেখে রীতিমত আঁতকে উঠতে হয়। ১৮ নভেম্বর মুক্তি পেল রণবীর সিং অভিনীত এই অ্যাকশনে ঠাসা ছবির ঝলক।
আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ছবির ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে এক ব্যক্তি শুয়ে রয়েছে, তাঁর মুখ থেকে গলা পর্যন্ত একাধিক সূঁচ ফোটানো রয়েছে। সূঁচ ফোটানো রয়েছে পায়েও। আর তাঁকে এই যন্ত্রণাদায়ক ট্রিটমেন্ট দিচ্ছে সাক্ষাৎ মৃত্যু, আইএসআই মেজর ইকবাল ওরফে অর্জুন রামপাল। ৭১ -এর যুদ্ধের পর পাকিস্তানের পরিস্থিতির ব্যাখ্যা দিতে শোনা যায় তাঁকে।
ভারতের তরফে উচ্চপদস্থ কর্তা হিসেবে দেখা মিলবে আর মাধবনের। তাঁর চরিত্রের নাম অজয় সান্যাল। তিনিই বুদ্ধি দেন পাকিস্তানের সন্ত্রাসবাদকে শেষ করতে হলে সেটার শিকড় পর্যন্ত যেতে হবে। পাকিস্তান কী ভাবছে, কী করছে সেই সমস্ত খবর দেবে সেই চর, যে পাকিস্তানে ঢুকবে। শুধু তাই নয়, ঘুমের মধ্যেও যেন রাকিস্তানের কাছে ত্রাসের আরেক নাম হয়ে থাকে ভারত। এই ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়বেন অক্ষয় খান্না। জ্বীন তথা এসপি চৌধুরী আসলাম হয়ে ধরা দেবেন সঞ্জয় দত্ত।
ল্যারি শহরে জোব্বা পরে হাজির হয় রণবীর। রক্তারক্তি, দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যের সঙ্গে ঝলক দেখা গেল রোম্যান্সের। রুক্ষ পাহাড়ি এলাকায় বাইক নিয়ে রোম্যান্স করবেন তিনি। তবে, সেটা বাদ দিলে, গোটা সিনেমা জুড়ে যে টানটান উত্তেজনা এবং চমকের বহর থাকবে ঝলক সেটা বেশ বুঝিয়ে দিল। কোনও কোনও দৃশ্য গায়ে কাঁটা দেওয়াবে, শিউরে ওঠাবে।
'উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবির পরিচালক আদিত্য ধর আবারও সত্য ঘটনা অবলম্বনে নিয়ে আসছেন 'ধুরন্ধর'। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। কেবল পরিচালনা নয়, ছবির প্রযোজনার দায়িত্বও সামলেছেন আদিত্য। তাঁর সঙ্গে জ্যোতি দেশপান্ডে এবং লোকেশ ধরও প্রযোজনার গুরুভার শাশ্বত সচদেব ট্রেলার মিউজিক কম্পোজ করেছেন।
প্রসঙ্গত এই ছবিতে আর মাধবনের মাথায় হালকা টাক, পাতলা ঠোঁট দেখা যাচ্ছে। তাঁর এই লুক বদল প্রসঙ্গে সম্প্রতি কথা বলছেন খোদ অভিনেতা। জানিয়েছেন, পরিচালকই তাঁকে বলেছিলেন ঠোঁট পাতলা করার জন্য। আর তাতেই গোটা খেলা বদলে যায়। তাঁর এই লুকের সঙ্গে আনেকেই অজিত ডোভালের মিল পেয়েছেন। কেউ কেউ আবার 'উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবিতে পরেশ রাওয়ালের চরিত্রের সঙ্গে মিল পেয়েছেন।
