রণবীর কাপুর রবিবার ৪৩-এ পা দিলেন। তিনি যদিও সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকেন, তবে ভক্তদের চমকে দিয়ে এবার তাঁর একটি বিরল ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। তার লাইফস্টাইল লেবেল ‘আর্কস’এর মাধ্যমে শেয়ার করা এই ক্লিপে রণবীরকে দেখা গিয়েছে সরাসরি ভক্তদের উদ্দেশে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে। আরও চমক হিসেবে শোনা গিয়েছে মেয়ে রাহা কাপুরের কণ্ঠস্বর, যা ভিডিওটিকে আরও বিশেষ করে তুলেছে।
রণবীরের লাইফস্টাইল ব্র্যান্ড ‘আর্কস’ তাদের ইনস্টা স্টোরিতে এই ভিডিও বার্তাটি শেয়ার করেছে। ভিডিওয় রণবীর বলেন, “হাই, আমি একটু সময় নিয়ে সকলকে ধন্যবাদ জানাতে চাই জন্মদিনে যে ভালবাসা আর শুভেচ্ছা পাচ্ছি তার জন্য। আজ আমার ৪৩ বছর পূর্ণ হল। দেখতেই পাচ্ছেন, দাড়িতে পাক ধরেছে, প্রতি বছরই তা আরও বাড়ছে। কিন্তু আমার মনে প্রচুর কৃতজ্ঞতা—আমার পরিবার, বন্ধু, কাজ, আর সবচেয়ে বেশি আপনাদের প্রতি। এত সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারাই আমাকে এতটা বিশেষ অনুভব করান।”
পিছনে ছোট্ট রাহার মিষ্টি ডাক ভেসে আসার সেই সূক্ষ্ম অথচ স্পষ্ট শব্দ ভক্তদের মন গলিয়ে দেয়। রণবীর সাধারণত নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখেন। কিন্তু এই খোলামেলা ঝলক তাঁর অফ-স্ক্রিন দুনিয়ার এক বিরল চমক এনে ভক্তদের আনন্দে ভরিয়ে দিয়েছে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ranbir kapoor (@ranbirkapooronline)
জানা গিয়েছে, রণবীর এবং তাঁর পরিবার একটি ছোট ছুটিতে গিয়েছিলেন এবং রবিবার সকালে প্রাইভেট চার্টার বিমানে মুম্বই ফিরে এসেছেন। রণবীরের কোনও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই বলে এই ভিডিওটি ভক্তদের কাছে ছিল একেবারে অপ্রত্যাশিত আনন্দের চমক।
রণবীরের মা নীতু কাপুরও ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর এবং আলিয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালবাসা। তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ ও ধন্য।’
রণবীরকে পরবর্তীতে দেখা যাবে আলিয়া এবং ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা ভন্সালির বহুল প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’এ। ছবিটি আগামী বছরের ২০ মার্চ মুক্তি পাওয়ার কথা। শোনা যাচ্ছে, এই ছবিটি রাজ কাপুরের ক্লাসিক ‘সঙ্গম’ থেকে অনুপ্রাণিত, যেখানে যুদ্ধের পটভূমিতে এক আবেগঘন প্রেমের ত্রিকোণ কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে।
নিখিল তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতেও রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর। ছবিতে সাই পল্লবী সীতা এবং দক্ষিণী তারকা ইয়াশ রাবণের ভূমিকায় অভিনয় করবেন। এর প্রথম কিস্তি আগামী বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।