কেবল ভারত নয়, গোটা পৃথিবীর অন্যতম জনপ্রিয় তারকা তিনি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অগুনতি ভক্ত। আর এ হেন সুপারস্টার শাহরুখ খানকে কিনা ২ ঘণ্টা ঠায় আটকে রাখা হল নিউ ইয়র্ক বিমানবন্দরে! চলল হেনস্থা! কেন? ঘটনাটি ঘটেছে, তবে বর্তমানে নয়। অতীতের এই স্মৃতি হাতড়ে সম্প্রতি মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ, কী জানালেন রাজীব শুক্লা? 

সম্প্রতি কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং বিসিসিআইয়ের সদস্য তথা ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা অতীতের একটি ঘটনার স্মৃতি হাতড়ে তুলে ধরলেন শাহরুখ খানের সঙ্গে ঘটা এক ঘটনার কথা। কী ঘটেছিল? নিউ ইয়র্ক বিমানবন্দরে সেই সময় কড়া চেকিং চলছিল। কেবল নাম দেখেই তাঁরা যে কাউকে থামিয়ে তাঁদের ব্যাগ চেক করছিল। বসিয়ে রাখছিল দীর্ঘ সময়। ৯/১১ এর হামলার পর বিমানবন্দরে মানুষের নিরাপত্তা নিয়ে যাতে প্রশ্ন না ওঠে সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল বলেই জানান তিনি।  রাজীব শুক্লা আরও জানান সেখানে ওদের আইন নিয়ে দারুণ কড়াকড়ি। সেই কারণে ওরা শাহরুখ খানকেও হেনস্থা করছিল। 

শাহরুখ খানের সঙ্গে ঠিক কী ঘটেছিল, সেই কথা মনে করে কংগ্রেসের সাংসদ বলেন, 'ওই দিন জন্মাষ্টমী ছিল। ফোন আসে আমার কাছে। উনি আমায় জানান যে, এই এই হয়েছে। দুই ঘণ্টা ধরে বসিয়ে রেখেছে। আমি বলব না যে আমি কার সঙ্গে যোগাযোগ করেছিলাম। বা ঠিক কী ঘটেছিল। কিন্তু এটুকু জানাই, মাত্র ১৫ মিনিটে শাহরুখ খান আবার ফোন করেন, জানান ওঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ওর জিনিসও ছেড়ে দেওয়া হয়েছে।' 

সম্প্রতি এ আর রহমানের ধর্ম নিয়ে বিতর্কের পর শাহরুখ খানকেও তাঁর ধর্ম নিয়ে কটাক্ষ করা হচ্ছে। যদিও এটা প্রথমবার নয়। এর আগেও একাধিকবার তাঁর নাম এবং ধর্মের কারণে বিতর্কে পড়েছেন। সেই প্রসঙ্গেই এই ঘটনার স্মৃতি হাতড়ে নিজের অভিজ্ঞতা এক সর্বভারতীয় সংস্থাকে জানান রাজীব শুক্লা। শাহরুখ খানের সঙ্গে এই ঘটনাটি ২০০৯ সালে ঘটেছিল। কিং খান নিজেও পরবর্তীতে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন গোটা পরিস্থিতিটি বেশ অস্বস্তিকর ছিল। অকারণ এভাবে ২-৩ ঘণ্টা আটকে থাকায় বেশ বিরক্ত হয়েছিলেন। 

প্রসঙ্গত, শাহরুখ খানকে আগামীতে 'কিং' ছবিতে দেখা যাবে। সদ্যই সেই ছবির ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে তিনি জানিয়েছেন তিনি 'ভয় নন, আতঙ্ক'। চলতি বছরের বড়দিনের সময় মুক্তি পাবে এই ছবিটি। ২০২৩ সালে 'ডাঙ্কি' ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল তাঁকে। তিন বছর পর আবার 'কিং' -এর হাত ধরে বড়পর্দায় ঝড় তুলতে প্রস্তুত তিনি।