প্রেমের গান হোক বা মন খারাপের, নাচের গান হোক বা ভক্তিগীতি, সবেতেই সাবলীল তিনি। তবে আচমকাই এদিন অরিজিৎ সিং ঘোষণা করলেন তিনি আর প্লেব্যাক করবেন না। ঠিক কী জানালেন গায়ক?
সমাজমাধ্যমে এদিন একটি পোস্ট করে আগামীতে আর প্লেব্যাক না করার কথা ঘোষণা করলেন অরিজিৎ সিং। তিনি তাঁর পোস্টে লেখেন, 'হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রোতা হিসেবে এতগুলো বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমি আনন্দের সঙ্গে এটা ঘোষণা করছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও প্রজেক্ট নেব না এখন থেকে। আমি এখানেই ইতি টানলাম। এই সফরটা দুর্দান্ত ছিল।'
গায়কের তরফে এই পোস্ট তাঁর অনুরাগী এবং সঙ্গীতপ্রেমীদের কাছে যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন সেটা স্পষ্ট নয়। তবে স্বাভাবিক ভাবেই তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'এই সময় এভাবে জায়গা ছেড়ে দেওয়া ভাবাই যায় না। এটাই আসল মাইক ড্রপ। কুর্নিশ আপনাকে।' আরেক ব্যক্তি লেখেন, 'আপনি যে কত মানুষের কাছে অনুপ্রেরণা আপনার কোনও ধারণা নেই।' এক নেটিজেন লেখেন, 'প্রিয় অরিজিৎ দা, আপনার এই ঘোষণাটি পড়ে সেই ভাইরাল হওয়া পেঙ্গুইনটির কথা মনে পড়ে গেল, যে সমুদ্রের বিশালতা আর দলের ভিড় ছেড়ে একাকী পাহাড়ের দিকে হাঁটতে শুরু করেছিল। সবাই তাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু সে জানত তার গন্তব্য কোথায়। আপনিও হয়তো আজ সেই পেঙ্গুইনটির মতোই গ্ল্যামার আর লাইমলাইটের ভিড় ছেড়ে নিজের মনের শান্তির জন্য এক নতুন যাত্রার সিদ্ধান্ত নিয়েছেন। প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে আপনি আমাদের যা দিয়েছেন, তা ভোলার নয়। তবে আপনার এই 'একলা পথ চলা' এবং নিজের সত্তাকে সময় দেওয়ার সিদ্ধান্তকে আমি মন থেকে শ্রদ্ধা জানাই।' যদিও অধিকাংশ মানুষই জানতে চেয়েছেন তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন। বা কী ঘটেছে।
তবে অরিজিৎ সিং এদিন এটাও স্পষ্ট করেছেন, তিনি প্লেব্যাক আর না করলেও গান বন্ধ করবেন না। সেটা চালিয়ে যাবেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ফির মহব্বত' গানটি দিয়ে তিনি তাঁর বলিউডে ডেবিউ হলেও, ২০১৩ সালে মুক্তি পাওয়া 'আশিকি ২' ছবির 'তুম হি হো' গানটির হাত ধরে তিনি রাতারাতি তারকা বনে যান। এরপর আর তাঁকে পিছু ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল', 'আপনা বানালে', 'ভে মাহি', 'গেহরা হুয়া', 'কেশারিয়া', ইত্যাদির মতো একাধিক হিন্দি হিট গান। 'বোঝে না সে বোঝে না', 'কে তুই বল', 'গানে গানে', 'ভালবাসার মরশুম', ইত্যাদির মতো বাংলা গান রয়েছে তাঁর ঝুলিতে।
