মঙ্গলবার রাতে ঘটল অঘটন। এদিন সমাজমাধ্যমে বোমা ফাটিয়ে অরিজিৎ সিং জানালেন তিনি আর প্লেব্যাক করবেন না। কিন্তু কেন? সম্ভাব্য কারণ আজকাল ডট ইনকে জানালেন সঙ্গীত পরিচালক সপ্তক সানাই দাস।
সপ্তক সানাই দাসের সুর করা 'এক্স = প্রেম' ছবির হিট গান 'ভালবাসার মরশুম' গেয়েছেন অরিজিৎ সিং। এদিন গায়ক প্লেব্যাক সঙ্গীত থেকে অবসর ঘোষণা করতেই তার সম্ভাব্য কারণ কী হতে পারে জানালেন সঙ্গীত পরিচালক।
সপ্তক সানাই দাস এদিন জানালেন তিনি শুনেছেন খবরটা। সকলের মতো তিনিও হতবাক। তবে অরিজিৎ সিংয়ের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা তিনি খানিকটা হলেও অনুমান করতে পারছেন। কী সেই কারণ? সপ্তক সানাই দাস বললেন, "আমায় কয়েক মাস আগে ফোন করেছিলেন। ওঁর যে ওরিয়ন বলে যে মিউজিক লেবেলটা আছে ইউটিউবে, ওটার জন্য আমাকে সুর দিতে বলেছিলেন। আমার ধারণা, উনি ওটা নিয়ে এগোতে চান এখন আপাতত। সিঙ্গল গান বানাতে চান এখন বেশি, মানে আমি যা কথা বলে বুঝেছি। এছাড়া ওঁর হাতে সিনেমা আছে কয়েকটা যেগুলো উনি পরিচালনা করছে। এগুলো উনি করবেন এখন।"
অনেকেই মনে করেছেন অরিজিৎ সিং এই সময় প্লেব্যাক থেকে অবসর নেওয়ায় ইন্ডাস্ট্রির ক্ষতি হল। যদিও সেটা মনে করেন না সানাই। তাঁর কথায়, "আমি যতদূর জানি, খুব ভুল না হলে এখন ওঁর ৩৮ বছর বয়স। এখন ২ বছর যদি গান নাও গান তাতে কিছু হবে না। ১০০ শতাংশ নিশ্চিত উনি আবার ফিরে আসবেন। ফিরবেনই। আমার ধারণা উনি ব্রেক নিচ্ছে। এতে অনেক নতুন গায়ক আছেন যাঁরা উনি না গাওয়ার জন্য সুযোগ পাবেন। অরিজিৎ সিং ওভার ইউজ হয়ে যাচ্ছেন। উনি যে মানসিকতার মানুষ তাতে আমার এটাই মনে হচ্ছে।" সানাই এও এদিন খোলসা করে দেন, কোনও স্বল্প দৈর্ঘ্যের ছবি নয়, রীতিমত ফিচার ফিল্ম বানাচ্ছেন অরিজিৎ সিং।
সমাজমাধ্যমে এদিন রাতে একটি পোস্ট করে অরিজিৎ সিং লেখেন, 'হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রোতা হিসেবে এতগুলো বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমি আনন্দের সঙ্গে এটা ঘোষণা করছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও প্রজেক্ট নেব না এখন থেকে। আমি এখানেই ইতি টানলাম। এই সফরটা দুর্দান্ত ছিল।'
