সংবাদসংস্থা মুম্বই: 'ইউটি৬৯' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এই মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন ছবির প্রচারে। ছবি মুক্তি পেতে আর মাত্র কয়েকদিনা বাকি। তার আগে, রাজকে দেখা গেল চাঁদনী চকে স্ট্রিট ফুড পরিবেশন করতে। শুধু তাই নয়, রাজের দাবি তিনি শুধুই 'ফুডপর্ন।' এছাড়া অন্য কোনও 'পর্ণ' এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।  ২০২১ সালে একটি পর্ণ ছবির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সে সময় আর্থার রোড জেলে ৬৩ দিন ছিলেন শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী। সেই বন্দি দিনগুলোর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে 'ইউটি৬৯'। সোমবার, রাজ একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে তাঁকে চাঁদনি চকের লোকেদের স্ট্রিট ফুড পরিবেশন করতে দেখা যায়। তাঁর পরনে ছিল কালো টি-শার্ট। সেখানে হাসিমুখে সবার  হাতে খাবার তুলে দিচ্ছিলেন তিনি । নিজেও সেই খাবারের স্বাদ উপভোগ করছিলেন। সেই ভিডিও পোস্ট করে সমালোচকদের কটাক্ষ করে রাজ ক্যাপশনে লিখেছেন, "ফুডপর্নই একমাত্র 'পর্ন' যার আমি কখনও অংশ হয়েছি।' বস্তুত, ছবি দিয়েই সমস্ত বদনাম ধুয়ে ফেলতে চাইছেন রাজ , তেমনটাই মত সমালোচকের একাংশের।