আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

গজরাজ রাওয়ের সঙ্গে নতুন ছবিতে কাজ করতে চলেছেন ইব্রাহিম আলি খান? 

গজরাজ রাওয়ের জন্মদিনে নতুন ছবির আভাস দিলেন ইব্রাহিম আলি খান? অনুরাগীরা অন্তত তাই মনে করছেন। এদিন একটি ছবি ভাগ করে ইব্রাহিম গজরাজ রাওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'শুভ জন্মদিন স্যার। কী দুর্দান্ত অভিনেতা আপনি! আপনার সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য তর সইছে না। দ্রুত বড়পর্দায় দেখা হচ্ছে।' 'নাদানিয়ান' এবং 'সরজামিন' ছবির পর ইব্রাহিম আলি খানকে 'দিলের' ছবিতে দেখা যাবে। সেই ছবিটি দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস প্রযোজনা করেছে। 'দিলের' ছবিটির পরিচালনা করেছেন কুণাল দেশমুখ। তবে গজরাজ রাওয়ের সঙ্গে তাঁকে কোন ছবিতে বা কবে দেখা যাবে সেটা খোলসা করেননি সইফ পুত্র। 

বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করছে 'দ্য রাজা সাব', ৩ দিনে কত আয় করল প্রভাসের ছবি? 

মুক্তির দিনই বিশ্বজুড়ে ১০০ কোটির ব্যবসা করে ফেলেছিল 'দ্য রাজা সাব'। এবার ভারতীয় বক্স অফিসের আয়ের নিরিখেও শত কোটির ক্লাবে প্রবেশ করে গেল এই ছবিটি। মাত্র ৩ দিনেই ১০৮ কোটি ৯০ লাখ টাকা আয় করেছে 'দ্য রাজা সাব'। দর্শক এবং সমালোচকদের থেকে যতই মিশ্র প্রতিক্রিয়া পাক না কেন, বক্স অফিসে 'ধুরন্ধর' -এর দৌড় শেষ করে, জাঁকিয়ে ব্যবসা করছে এটি। প্রসঙ্গত, মুক্তির পর তৃতীয় দিন ২০ কোটি টাকা আয় করেছে, শনিবার আয়ের পরিমাণ ছিল ২৬ কোটি। শুক্রবার দিন ভারতীয় বক্স অফিসে ৫৩ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছিল। ফলে সব মিলিয়ে এই ছবি ১০৮.৯০ কোটি টাকার ব্যবসা করেছে। 

পথ কুকুরদের জন্য ১০ একর জমি দেওয়ার প্রতিশ্রুতি মিকা সিংয়ের! 

সুপ্রিম কোর্টের কাছে জনপ্রিয় গায়ক মিকা সিং প্রতিশ্রুতি দিলেন যে তিনি পথ কুকুরদের জন্য ১০ একর জমি দান করবেন। সারমেয়দের ভাল থাকার জন্যই তিনি এই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। মিকা এদিন শীর্ষ আদালতের কাছে আবেদন করেছে তাঁরা যেন এমন কোনও শাস্তি তাঁকে না দেন বা পদক্ষেপ না নেন যাতে পথ কুকুরদের ভাল থাকার কাজ, তাদের সেবার কাজে বাধা না আসে। এই ১০ একর জমি দিয়ে তিনি পথ কুকুরদের থাকার জায়গা, হাসপাতাল, ইত্যাদি বানাবেন।

?ref_src=twsrc%5Etfw">January 11, 2026