টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


কিডনি দান করবেন রাজ?

ফের বিপাকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা। এবার তারকা দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। দম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী। এর মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। বিতর্কের মধ্যেই হঠাৎ বৃন্দাবনে পৌঁছে গিয়েছেন রাজ ও শিল্পা। সেখানে গিয়ে তাঁরা  প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেন। আর সেখানেই রাজ কুন্দ্রা জানান, তিনি প্রেমানন্দ মহারাজকে নিজের একটি কিডনি দিতে চান।আসলে তারকা দম্পতির সঙ্গে কথোপকথনের মধ্যেই প্রেমানন্দ মহারাজ জানান যে, তাঁর দুটি কিডনিই কার্যত বিকল হয়ে গিয়েছে। কিন্তু সেই বিকল কিডনি নিয়েই তিনি বেঁচে রয়েছেন। এই কথা শুনে রাজ বলেন, তিনি মহারাজের কষ্ট বুঝতে পারছেন। যদি মহারাজের কাজে আসে, তাহলে তিনি নিজের একটি কিডনি মহারাজকে দিতে পারেন। এই কথা শুনে বাধা দেন মহারাজ। তিনি জানান, যখন তাঁর ডাক আসবে, তখন তিনি সেই খারাপ কিডনি নিয়েই পৃথিবী ত্যাগ করবেন। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়াতেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।


'ওয়ার ২'-এর প্রথমদিনের হাল-চাল 


হৃতিক রোশন, কিয়ারা আডবানি এবং জুনিয়র এনটিআর অভিনীত অ্যাকশনধর্মী 'ওয়ার ২' ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনেই সব ভাষায় মিলিয়ে প্রায় ৫২.৫০ কোটি টাকা আয় করেছে। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটির এই জোরালো শুরু বিশেষভাবে উল্লেখযোগ্য, বিশেষ করে রজনীকান্তের 'কুলি'র সাথে প্রতিযোগিতায়, যেটি একই দিনে প্রায় ৬৫ কোটি টাকা আয় করেছে। 'ওয়ার ২' ছবিটি মুক্তির প্রথম দিনে হিন্দিতে ২৯.২৪% দর্শক উপস্থিতি ছিল, সকাল থেকে রাত পর্যন্ত দর্শক সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। কিছু শহরাঞ্চলে হিন্দি দর্শক উপস্থিতি ৫৬.৫০% ছুঁয়েছে, যা মেট্রোপলিটন অঞ্চলে দর্শকদের আগ্রহের প্রমাণ দেয়। আঞ্চলিক ভাষার দর্শকরাও ছবিটির আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তামিল সংস্করণে ৪২.৪১% দর্শক উপস্থিতি ছিল, আর তেলেগু সংস্করণে ৭৪.৯৭%, যা জুনিয়র এনটিআর-এর দক্ষিণ ভারতে জনপ্রিয়তার প্রমাণ।

 

আরও পড়ুন: ‘বলিউডের বেশিরভাগ নায়কগুলোই চূড়ান্ত অসভ্য!’ কোন তারকাদের নাম তুলে তাঁদের কীর্তি ফাঁস করলেন কঙ্গনা?


সানির 'বর্ডার ২' লুক


১৫ আগস্ট স্বাধীনতা দিবসে মুক্তি পেল বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’-এর প্রথম পোস্টার। ১৯৯৭ সালের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর পরবর্তী এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যা ভারতীয় সেনাবাহিনীর সাহস, ত্যাগ ও লড়াই এর কাহিনি তুলে ধরবে। আগামী ২২ জানুয়ারি ২০২৬, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে, বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। এই ছবির পোস্টারে ধরা পড়েছে সানি দেওলের সেই পরিচিত সৈনিক অবতার। ২৭ বছর আগে ‘বর্ডার’-এ তাঁর অভিনয় ভারতীয় সিনেমায় দেশাত্মবোধের নতুন মাত্রা যোগ করেছিল। এবারও সেই একই তেজ ও আবেগের ছোঁয়া নিয়ে ফিরছেন তিনি।ছবিতে সানি দেওলের সঙ্গে থাকছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, অহন শেট্টি, মেধা রাণা, মোনা সিং ও সোনম বাজওয়া। প্রযোজক ভূষণ কুমার, কৃষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত—আর ছবিটি উপস্থাপন করছে গুলশন কুমারের টি-সিরিজ ও জেপি দত্তের জেপি ফিল্মস।