রাইমা সেন রাতভর পার্টি করেছেন। ৬ নভেম্বর মধ্যরাতে। ৭ নভেম্বর তাঁর জন্মদিন, সেই উপলক্ষে। জন্মদিনের দিন সকালে তাঁকে ঘিরে ফিসফাস গুঞ্জন। দুটো ছবি সামাজিক পাতায় ছয়লাপ। রাইমার সিঁথিতে সিঁদুর। কপালে লাল টিপ জ্বলজ্বল করছে! শাড়িতে, শাঁখা-পলায় ঝলমলে তিনি। লাজুক হাসি সারা মুখে ছড়িয়ে। ছবি দেখে দুটো প্রশ্ন টলিউডের। রাতভর পার্টি করেই জন্মদিনের সকালে বিয়ে সেরে ফেললেন নায়িকা?

বেলায় কোটি টাকার এই প্রশ্নের সমাধান করেছে হইচই ওয়েব প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, নায়িকার জন্মদিনের উপহার হিসেবে প্ল্যাটফর্ম এ দিন ‘কলঙ্ক’ সিরিজে রাইমার লুক প্রকাশ্যে এনেছে। সেখানেই তিনি বিবাহিত, এক সন্তানের মা। স্বাভাবিক ভাবেই রাইমা তাই শাড়িতে, সিঁদুরে সুন্দরী। নায়িকাকে এর আগে হইচইয়ের ‘হ্যালো’ সিরিজে দেখা গিয়েছিল। যেখানে তাঁর সঙ্গে ছিলেন জয় সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার। হ্যালো সিরিজটি যথেষ্ট জনপ্রিয়। সিরিজে ত্রিকোণ সম্পর্কের আধারে নারী-পুরুষের প্রেম-অপ্রেম তুলে ধরা হয়েছিল।



রাইমার আগামী সিরিজের কাহিনিকার সাহানা দত্ত। চৈতি-রঙ্গন স্কুলবেলার বন্ধু। তারাই পরে সাতপাকে বাঁধা পড়ে। এবং তাঁদের সফল দাম্পত্যের চাবিকাঠি তাঁদের বন্ধুত্ব এবং সততা। বিয়ের পরেই চৈতি-রঙ্গন ঠিক করেছিলে, কোনও ভাবে সম্পর্কে বন্ধুত্ব নষ্ট হতে দেবে না। আর যত বিপত্তিই আসুক, পরস্পরকে মিথ্যে বলবে না। যদি অন্য কারও প্রতি দুর্বলতা তৈরি হয়, সেটাও। বিয়ের ২০ বছর পরে রঙ্গন জানায়, তার জীবনে নতুন প্রেম এসেছে। চৈতি এরপরেও কি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ধরে রাখতে পারবে? এরই উত্তর লুকিয়ে ‘কলঙ্ক’য়। সিরিজের পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়।

রাইমার বিপরীতে কে? সিরিজে আর কারা অভিনয় করছেন?

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)