নিজস্ব সংবাদদাতা: ১৮ বছর পর ফিরে আসছে সোমনাথ। বিদেশের চাকচিক্য, প্রতিষ্ঠিত ভবিষ্যৎ আর আসন্ন বিয়ের আনন্দের মধ্যেও তার হৃদয়ের এক কোণে বাজতে শুরু করেছে পুরনো সুর—শিকড়ের সুর। মুক্তি পেল পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'রাস'-এর প্রথম ঝলক।

 

‘রাস’ শুধুই একটা ছবি নয়, এটা এক আত্মিক যাত্রা—যেখানে যৌথ পরিবারের উষ্ণতা, শৈশবের স্মৃতি আর বাঙালির চিরসবুজ সংস্কৃতির ছায়ায় খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া নিজের মানুষগুলোকে।

 

গল্পে রয়েছে ৩০ বছরের এক তরুণ ইঞ্জিনিয়ার সোমনাথ, যে বিয়ের ঠিক আগেই পা রাখে নিজের জন্মভূমি মানিকপুরে, রাস পূর্ণিমার শুভক্ষণে। মায়ের মৃত্যু আর সময়ের ব্যবধানে বদলে গিয়েছে বাড়ি, পাড়ার গলি, জীবনধারা—তবু বদলায়নি মানিকপুরের হৃদয়, ভালবাসা আর আত্মীয়তার বন্ধন।

 

 

 

সব কিছু হৃদয়ে নতুন করে নাড়া দেয়, যখন সোমনাথ পৌঁছে যায় দাদু-ঠাকুমার বাড়িতে। পুরনো সম্পর্ক, রঙিন আচার-অনুষ্ঠান আর শৈশবস্মৃতির মাঝে হঠাৎ যেন খুঁজে পায় ফেলে আসা নিজের একটা অংশ। আর সেই হারানো আত্মিক বাঁধনের কেন্দ্রে রাই—ছোটবেলার এক অলিখিত টান, যা কখনও মুছে যায় না।

 

 

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘ছবির মতো এন্টারটেইনমেন্ট’। 'রাস'-এ মুখ্যচরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় (সোমনাথ), দেবলীনা কুমার (রাই), অনির্বাণ চক্রবর্ত্তী (দ্বীপায়ন), অনসূয়া মজুমদার (আলকানন্দা), শঙ্কর দেবনাথ (সুকান্ত), অর্ণ মুখোপাধ্যায় (রক্তিম), রনজয় (সৌমিক), পরিজাত চৌধুরী (সাঁঝ), দেবাশিস (ভোম্বল দা), সুদীপ মুখোপাধ্যায় (রাজত), দেবপ্রসাদ হালদার (প্রেম কুমার) ও অপরতিম চট্টোপাধ্যায় (বিশ্বজিৎ)।

 

চিত্রনাট্য লিখেছেন তথাগত মুখোপাধ্যায়। আর্ট ডিরেক্টর আনন্দ আদ্যা, সম্পাদনা সামলেছেন আমির মন্ডল, চিত্রগ্রহণে উত্তরণ দে এবং সাউন্ড ডিজাইন ও মিক্সিংয়ে আদীপ সিং মানকী ও তন্ময় সাহা।আগামী ৬ই জুন বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

নির্মাতাদের মতে, ‘রাস’ একফাঁদে বাঁধবে মন, ছুঁয়ে যাবে শিকড়—এ এক আত্মিক প্রত্যাবর্তনের গল্প।