নিজস্ব সংবাদদাতা, মুম্বই: গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা দ্য রুল’ ওরফে ‘পুষ্পা ২’। তারপর থেকে গোটা দেশের বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে অল্লু অর্জুনের বহু প্রতিক্ষীত এই ছবি। 'পুষ্পা ২'-এর দাপটে কোণঠাসা হচ্ছে বড়দিনের আগে মুক্তি পাওয়া চারটি বাংলা ছবি, এমন অভিযোগও উঠে এসেছে। তবে এবার ‘পুষ্পা’কে জোর টক্কর দিতে আসছে বরুণ ধাওয়ান। রীতিমতো আল্লু-রশ্মিকার ঘাড়ে নি:শ্বাস ফেলছে 'বেবি জন'। 

বড়দিনে আসছে বরুণের ‘বেবি জন’। জ্যাকি শ্রফ, কৃতি সুরেশ, ওয়ামিকা গাব্বি সহ বহু তারকার এই ছবির জন্যই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ‘পুষ্পা ২’র। সূত্রের খবর,দক্ষিণী ব্লকবাস্টার ছবিকে তিন সপ্তাহ পর উত্তর ভারতের পিভিআর আইনক্স থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা নিয়ে আল্লুর ছবির ডিস্ট্রিবিউটার অনিল থাদানির সঙ্গে ‘বেবি জন’র ডিস্ট্রিবিউটারদের মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে।  

 আসলে ২০ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে 'পুষ্পা ২' যতগুলো শো পাবে, ‘বেবি জন’কেও যেন ততগুলোই শো দেওয়া হয়, এমনই দাবি করে বসেন অনিল থাদানি। আর সেই শর্ত মেনে নিতে নারাজ পিভিআর ও আইনক্সের পরিবেশকেরা। যার ফলস্বরূপ উত্তর ভারতের সমস্ত পিভিআর ও আইনক্সের চেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে 'পুষ্পা ২'।  তবে এখানেই শেষ নয়, দুটি ছবি একই রকম হল না পেলে সপ্তাহান্তে আরও কিছু শো হারাতে পারেন আল্লু অর্জুন।