৪ বছর পর ফের রহস্যের জট ছাড়াতে ক্রাচে ভর দিয়ে বড়পর্দায় পা রাখছেন কাকাবাবু। 'বিজয়নগরের হীরে' মিথ নাকি বাস্তব, সেই প্রশ্নের সঙ্গে গুপ্তধনের রহস্যের জট ছাড়াতে সন্তুকে নিয়ে নতুন গল্প বলতে প্রস্তুত তিনি। প্রকাশ্যে এল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'বিজয়নগরের হীরে' ছবির ট্রেলার।
ট্রেলারের শুরুতেই ক্রাচ হাতে দুর্ধর্ষ অ্যাকশন করতে দেখা যাচ্ছে কাকাবাবুকে। সঙ্গে নেপথ্যে বাজছে সন্তুর কণ্ঠ, পরিচয় দিচ্ছে রাজা রয় চৌধুরী ওরফে কাকাবাবুর। এরপরই উঠে আসে সেই হীরের প্রসঙ্গ। জানা যায়, বিজয়নগরের সম্রাটের কাছে এমন এক হীরে ছিল যেটা আকারে এবং ওজনে, দুই ক্ষেত্রেই কোহিনূরের থেকে বড়। 'বিজয়নগরের হীরে' কি তবে একটা আনসলভড মিস্ট্রি? এটা কি কেবলই জল্পনা, এবং শোনা কথা, নাকি বাস্তবেও আছে? রয়েছে কোনও গুপ্তধনের বিষয়? সেটার সমাধান করতেই হাম্পি আসবে কাকাবাবু এবং সন্তু। পর্দায় ফুটে উঠবে বিজয়নগর সাম্রাজ্যের দারুণ রূপ।
ছবিতে চন্দ্রগিরির রাজকন্যার ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী পালকে, যিনি বিশ্বাস করে 'বিজয়নগরের হীরে' কেবলই একটা জল্পনা। এটা বাস্তবে নেই। এক ঝলক দেখা যায় চিরঞ্জিতকেও। প্রায় তিন দশক পর আবার এক ছবিতে কাজ করলেন চিরঞ্জিত এবং প্রসেনজিৎ।
ট্রেলারে দেখা মিলল ভিলেন অনুজয় চট্টোপাধ্যায়েরও। রহুসের সমাধানের ঝলক থেকে গুপ্তধনের খোঁজ এবং অ্যাকশন দৃশ্যের ঝলক, সব মিলিয়ে যেন জমজমাট 'বিজয়নগরের হীরে' ছবির ট্রেলার। বাদ যায়নি ছবির গানের কিছু অংশও।
আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পুজো তথা, নেতাজি জন্মজয়ন্তীর দিন বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'বিজয়নগরের হীরে'। কাকাবাবু হিসেবে আবারও দেখা মিলবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সঙ্গে সন্তু হয়ে থাকবেন আরিয়ান ভৌমিক। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় চিরঞ্জিত চক্রবর্তী ছাড়াও থাকবেন রাজনন্দিনী পাল, সত্যম ভট্টাচার্য, অনুজয় চট্টোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, পুষন দাশগুপ্ত, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন চন্দ্রাশিস রায়। প্রযোজনা এসভিএফের। 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির এটি চতুর্থ ছবি। এর আগে 'ইয়েতি অভিযান', 'কাকাবাবুর প্রত্যাবর্তন' এবং 'মিশর রহস্য' মুক্তি পেয়েছ। আগের তিনটি ছবির পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। চতুর্থ ছবিতে বদল হল পরিচালক।
এই সরস্বতী পুজোয় 'বিজয়নগরের হীরে' ছবিটির সঙ্গে বক্স অফিসে টক্কর জমবে রাজ চক্রবর্তী পরিচালিত 'হোক কলরব' এবং উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবি দু'টির।
