'আমাদের দাদামণি' ধারাবাহিকে বর্তমানে সোমের বড় বোন রত্নার বিয়ে দেখানো হচ্ছে। আর সেই বিয়ের মণ্ডপেই ঘটে যাবে অঘটন! সব দায় এসে কেন পড়বে পার্বতীর উপর?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'আমাদের দাদামণি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রত্নার বিয়ে চলছে। রত্নার স্বামী পার্বতীর হাতে একটা কিছু তুলে দিয়ে বলে সত্যের লড়াই যেন নায়িকা জারি রাখে এভাবেই। তারপর সে বিয়ের রীতি, নিয়ম মেনে রত্না অর্থাৎ সোমের বড় বোনকে সিঁদুর পরিয়ে দেয়। বোনের নতুন শুরুতে সব ভাল হওয়ার কামনা করে সোম। কিন্তু তার প্রার্থনা বাস্তবায়িত হল না।
রত্নার বিয়ে হতেই এক ব্যক্তি বিয়ের আসরে ছুরি হাতে আসে। আলো নিভিয়ে সেই ছুরি সোজা বসিয়ে দেয় রত্নার স্বামীর বুকে। বোনের বরের মরদেহ কোলে নিয়ে বসে পড়ে সোম। কান্নায় ভেঙে পড়ে রত্না। কান্নাকাটি শুরু করে দেন বাকিরাও। কিন্তু এই গোটা ঘটনার জন্য সোমের মা পার্বতীকেই দায়ী করে। পার্বতীকে বলে রাঘব বোয়ালদের সঙ্গে লড়াই করে কখনও জেতা যায় না। তাই পার্বতী যেহেতু সত্যের জন্য লড়াই করছিল সেটার প্রতিশোধ নিতেই দুষ্কৃতীরা রত্নার স্বামীকে খুন করল। তার মেয়ে বিধবা হওয়ার দায় পার্বতীর। এমন অভিযোগে স্তম্ভিত হয়ে যায় পার্বতী, সোম দুজনেই। এই বিপদে সোম কি স্ত্রীর পাশে দাঁড়াবে, নাকি সেও সরে যাবে? কী ঘটবে এবার গল্পেতে?
প্রসঙ্গত, স্টার জলসা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল 'আমাদের দাদামণি'। এই গল্পে ৪ বোন এবং তাদের দাদার গল্প দেখানো হচ্ছে। এই ধারাবাহিকটি উক্ত চ্যানেলের পর্দায় রোজ রাত সাড়ে আটটা নাগাদ সম্প্রচারিত হয়। রত্নার স্বামীর মৃত্যুর ঘটনার এই রোমহর্ষক পর্বটি আগামী ১৯ এবং ২০ তারিখ দেখানো হবে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রতীক সেন এবং অনুষ্কা চক্রবর্তী। নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থাকে নিন্নি চিন্নিস মাম্মাস প্রোডাকশন হাউজের প্রযোজনায় চলে এই ধারাবাহিক।
