বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ব্যতিপাত যোগ অত্যন্ত শক্তিশালী একটি যোগ। এই যোগ ইতিবাচকতা ছড়ায়, ফলে যাঁদের উপর এর প্রভাব পড়ে, তাঁরা দারুণ লাভবান হন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ব্যতিপাত যোগ শুরু হচ্ছে সূর্য এবং চন্দ্রের বিশেষ অবস্থানের কারণে। আর এর ফলে বিশেষ লাভবান হতে চলেছেন ৫ রাশির জাতকেরা। ছবি- এআই দ্বারা নির্মিত
2
11
মেষ: ব্যতিপাত যোগে মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। যাঁদের কোনও সরকারি কাজ, দীর্ঘ সময় ধরে আটকে থেকে থাকে, তাহলে এটাই সেই সময় যখন সেটা মিটে যাবে। ছবি- এআই দ্বারা নির্মিত
3
11
বিনিয়োগ করলে এই সময় লাভবান হবেন। অতীতে করা বিনিয়োগ থেকেও অপ্রত্যাশিত লাভ পাবেন। সমাজে আপনার দাপট, প্রতিপত্তি বাড়বে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
11
মিথুন: এই রাশির জাতকদের কেরিয়ার উন্নতির এক অনন্য শিখরে পৌঁছবে ব্যতিপাত যোগে। যাঁরা বহুদিন ধরে কাজ খুঁজছেন বা চাকরি বদল করার কথা ভাবছেন এই সময় নতুন চাকরি পাবেন। যাঁরা কর্মরত, তাঁরা পদোন্নতি পেতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত
5
11
কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। এতদিন ধরে করা পরিশ্রমের জন্য প্রশংসা পাবেন। নতুন আয়ের উৎস তৈরি হবে। যাঁরা ব্যবসায়ী তাঁদের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আলাপ হবে, যার হাত ধরে আপনার ব্যবসার রমরমা বাড়বে। সব মিলিয়ে আর্থিক অবস্থার উন্নতি হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
6
11
সিংহ: ব্যতিপাত যোগের মূল কারক যেহেতু সূর্য, আর সিংহ রাশির অধিপতিও তিনি, তাই এই যোগে বিশেষ লাভবান হবেন এই রাশির জাতকেরা। কাজের জায়গায় উচ্চপদস্থ কারও সাহায্য পাবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
7
11
পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ চললে সেটা মিটবে। যাঁরা রাজনীতি এবং সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাঁরা খ্যাতি পাবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
8
11
তুলা: সুখ, সুবিধা উপচে পড়বে এই সময় এই রাশির জাতকদের। আয়েশ করে জীবন কাটাবেন। পরিবারে দীর্ঘদিন ধরে যে অশান্তি চলছিল সেটা মিটে যাবে। সম্পত্তি কিনতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত
9
11
গাড়ি অথবা বা বাড়ি কেনার যোগ রয়েছে এই সময়। যাঁরা ব্যবসায়ী তাঁদের কাজের জন্য বিদেশ যেতে হতে পারে। বড় অঙ্কের লাভ হবে কোনও ডিল থেকে। আয়ের নতুন উৎস তৈরি হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
10
11
ধনু: ব্যতিপাত যোগে ভাগ্য আপনার সম্পূর্ণ সহায় থাকবে। এই সময় দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। কোনও পরীক্ষা থেকে থাকলে এই সময়, তাতে দারুণ ফলাফল করবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
11
11
কারও থেকে টাকা পান, অথচ কোনও না কোনও কারণে সেটা ফেরত পাচ্ছেন না? তাহলে ব্যতিপাত যোগ সেই সময় যখন সেই টাকা ফেরত পাবেন। এমনকী হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। মানসিক চাপ কমবে। ছবি- এআই দ্বারা নির্মিত