বছরের গোড়াতেই গোচর করল শুক্র গ্রহ। সুখ এবং বৈভবের এই গ্রহ অত্যন্ত শুভ অভিজিৎ নক্ষত্রে প্রবেশ করল এদিন। ১৮ জানুয়ারি সকাল ১১.১৬ নাগাদ অভিজিৎ নক্ষত্রে গোচর করল শুক্র, আগামী ২১ জানুয়ারি বিকেল পর্যন্ত এখানেই অবস্থান করবে শুক্র। আর তার কারণেই আগামী কদিনে মালামাল হতে চলেছে ৪ রাশি। ছবি- এআই দ্বারা নির্মিত
2
9
বৃষ: এই রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর সুখের কারণ। কেরিয়ারে ইতিবাচক বদল আসবে। যাঁরা চাকরি বদল করতে চাইছেন তাঁরা সফল হবেন। পদোন্নতি হতে পারে বা নতুন প্রজেক্ট এবং দায়িত্ব পেতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত
3
9
আত্মবিশ্বাস বাড়বে। বয়স্ক বা সিনিয়র কোনও সহকর্মীর থেকে কাজে সাহায্য পাবেন। আর্থিক অবস্থায় দারুণ বদল আসবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আপনার কথায় মানুষ প্রভাবিত হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
9
সিংহ: এই রাশির জাতকদের জন্য আগামী কদিন বেশ লাভজনক হতে চলেছে। হঠাৎ কোনও বড় অর্থপ্রাপ্তি ঘটতে পারে। দাম্পত্য জীবনে প্রেম বাড়বে। যাঁরা সিঙ্গল তাঁরা মিঙ্গল হতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত
5
9
টাকা পয়সা সংক্রান্ত কোনও সমস্যা চললে সেটা মিটে যাবে। ব্যবসায়ীরা বড় ডিল ক্র্যাক করবেন। লাভের অঙ্ক বাড়বে। সামাজিক মান, সম্মান বাড়বে। ছবি- এআই দ্বারা নির্মিত
6
9
তুলা: আধ্যাত্মিক কাজে মন বসবে। রুচিতে বদল আসবে। এতদিন ধরে কোনও মানসিক চাপে বিপর্যস্ত থেকে থাকলে সেটা কাটবে। মানসিক শান্তি বজায় থাকবে। বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। ছবি- এআই দ্বারা নির্মিত
7
9
নতুন কোনও শুভ কাজ শুরু করতে চাইলে এটা আদর্শ সময়। সফল হবেন উদ্দেশ্য। এই রাশির জাতকদের ভাগ্য সহায় থাকবে। প্রেম জীবনে রোম্যান্স থাকবে ভরপুর। ছবি- এআই দ্বারা নির্মিত
8
9
কুম্ভ: অভিজিৎ নক্ষত্রে শুক্রের গোচর এই রাশির জাতকদের জন্য শুভ হবে। কেরিয়ারে ইতিবাচক কোনও বদল আসতে পারে হঠাৎ। ক্রিয়েটিভ কোনও কাজ করবেন। তাতে সাফল্য পাবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
9
9
মানসিক অশান্তি দূর হবে, ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি বজায় থাকবে। আর্থিক অবস্থায় উন্নতি ঘটবে। ভবিষ্যতের কোনও পরিকল্পনা করার থাকলে এটাই শুভ সময়। এই কদিনের মধ্যে বিনিয়োগ করলে বিপুল লাভবান হবেন। ছবি- এআই দ্বারা নির্মিত