রবিবার, ১৮ জানুয়ারির সকালেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান, সোমবার, ১৯ তিনি এবং দেব একত্রে প্রথমবার একসঙ্গে লাইভে আসবেন। কথা বলবেন তাঁদের আগামী ছবি অর্থাৎ 'দেশু ৭' নিয়ে। একই সঙ্গে করবেন ছবি সংক্রান্ত এক বিরাট ঘোষণা। তারপরই দর্শকদের মধ্যে উন্মাদনা পড়ে যায়। কিন্তু একি! বেলা গড়িয়ে বিকেল হতেই জানা যাচ্ছে এই লাইভে দেব থাকবেন না! কেন? কী ঘটল?
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই পোস্টে দেব এদিন মন্তব্য করেন। লেখেন, 'ম্যাডাম একটু টাইম জানাবেন? রেডি থাকতে হবে তো, তাই।' দেবের এই প্রশ্নের জবাবে শুভশ্রী স্পষ্ট জানিয়ে দেন, সময় তিনি বলবেন না। সঙ্গে থাকতে হবে। নজরে রাখতে হবে। অর্থাৎ এই লাইভের সময়টাও থাকবে চমকের মধ্যেই। নায়িকার থেকে এই জবাব পেতেই দেব জানিয়ে দেন, 'শুভশ্রী তুমি তাহলে একাই করো। আমি চললাম।' সঙ্গে একটা ইমোজি। তবে ঘাবড়াবেন না। এটা অভিনেতা নিছক মজা করেই লিখেছেন। তাঁরা দু'জনেই থাকবেন এই লাইভে।

দেব-শুভশ্রীর ছবির নাম থেকে পরিচালক এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা না করা হলেও, পুজোর ঢের দেরি থাকলেও, এখনই এই ছবি নিয়ে বুকমাইশো অ্যাপে সাড়ে চার হাজারের বেশি মানুষ আগ্রহ প্রকাশ করেছেন। আর দুই তারকার পোস্টের বিষয়ে নাহয় নাই বললাম! কমেন্ট উপচে পড়ছে দর্শক, অনুরাগীদের। সকলেই এখন মুখিয়ে রয়েছেন তাঁদের লাইভের জন্য।
প্রসঙ্গত, রবিবারের লাইভে শুভশ্রী বলেন, "আপনারা সবাই জানেন আমার আর দেবের সাত নম্বর ছবি আসছে। কিছু দিন আগে দেবের ২০ বছরের অভিনয় জীবনের পথ চলা সেলিব্রেট হয়েছে। কিন্তু দেব সেখানে আমাকে ডাকেনি। যদিও আমি জানি না কেন? তবে 'শু' ছাড়া কি 'দে' ভাল লাগে? 'দেশু' ছাড়া কি সেলিব্রেশন পসিবল? তাই আমরা ঠিক করেছি আগামীকাল, সোমবার ফেসবুক লাইভে আসব। এই প্রথমবার দেশু জুটি ফেসবুক লাইভে আসছে। আমরা লাইভে আসব আর চমক থাকবে না, তা কী করে হয়? এমন একটা ঘোষণা নিয়ে আমরা আসছি যা ভারতবর্ষের কোনও রাজ্যে এখনও পর্যন্ত হয়নি। তাই আমাদের সঙ্গে থাকুন।"
দেব-শুভশ্রীর আগামী ছবির পরিচালক কে হবেন সেই নিয়ে জল্পনা ছিলই। তবে ক'দিন আগেই এর উত্তর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, সুজিত রিণো দত্তের পরিচালনাতেই বড়পর্দায় ফিরছে 'দেশু' জুটি। এই খবরের ইঙ্গিত নিজেই সমাজমাধ্যমে দিয়েছিলেন পরিচালক। তবে এবার শুধু রোমান্সেই সীমাবদ্ধ থাকছে না তাঁদের জুটি। প্রেমের সঙ্গে ছবিতে থাকছে টানটান রোমাঞ্চের ছোঁয়াও।
বাংলা বিনোদন জগতের সাম্প্রতিককালের অন্যতম হিট এবং আইকনিক জুটিগুলোর মধ্যে সবার প্রথমে থাকবে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির নাম। মাঝে লম্বা একটা সময় তাঁরা একে অন্যের সঙ্গে কাজ করেননি। সম্পর্কে ভাঙন, মনোমালিন্য না অন্য কোনও কারণ ছিল তার নেপথ্যে, সেটা তাঁরা কখনই খোলসা করেননি। কিন্তু ২০২৫ সালে প্রায় এক দশক পর যখন তাঁদের জুটির 'ধূমকেতু' ছবিটি অবশেষে মুক্তি পেল তখন বোঝা গেল এই জুটি নিয়ে আজও দর্শকদের মধ্যে ঠিক কতটা উন্মাদনা রয়েছে। তারপরই ২০২৬ সালের প্রথম দিনই দেব চমক দিয়ে জানান এই বছরের পুজোয় আসছে তাঁদের জুটির সপ্তম ছবি, 'দেশু ৭'। এর আগে তাঁরা 'পরাণ যায় জ্বলিয়া রে', 'চ্যালেঞ্জ', 'খোকাবাবু' -এর মতো একাধিক হিট জুটি উপহার দিয়েছেন।
