'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি মুক্তি অপেক্ষায়। আরও একবার ক্রাচ হাতে সন্তুকে সঙ্গে নিয়ে নতুন অভিযানে যাবেন 'কাকাবাবু' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবি মুক্তির আগে ফাঁস করলেন এক ফ্রাঞ্চাইজি আসলে কার ভাবনা।
'বিজয়নগরের হীরে' ছবি মুক্তির আগে এই ছবির বিষয়ে আজকাল ডট ইনের সঙ্গে আড্ডায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজি তাঁর ভাবনা নাকি সৃজিত মুখোপাধ্যায়ের। কীভাবেই বা পথ চলা শুরু হল এর। আড্ডার মাঝে পরিচালক চন্দ্রাশিস রায় যখন জানতে চান কীভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায় এই ছবি করার কথা ভাবলেন, তখন ইন্ডাস্ট্রি তাঁকে থামিয়ে দিয়ে বলেন, "না না। সরি, সরি, সরি সৃজিত ঠিক করেনি।" এরপর তিনি গোটা গল্পটা ব্যাখ্যা করে বলেন, "ততদিনে 'লালন' হয়ে গিয়েছে, সুনীলদার সঙ্গে আমার একটা খুব ভাল সম্পর্ক হয়ে গিয়েছে। পুজোর সময় সুনীলদার (লেখক সুনীল গঙ্গোপাধ্যায়) বাড়ির একটা বাঙালি আড্ডায় আমায় নিয়ে গিয়েছিল। খুব স্বাভাবিক ভাবেই আমি হ্যাঁ করেছিলাম কারণ সুনীলদার বাড়ির আড্ডা। ওঁদের সঙ্গে আড্ডা মারার মধ্যেও অনেক কিছু শেখার আছে। আর আমার মাথার মধ্যে সারাক্ষণ কিছু না কিছু ঘুরতে থাকি। 'অটোগ্রাফ' -এর সময়ও তাই হয়েছিল। আমি একা বসে থাকি, তিন মাস, চার মাস, আর ভাবতে থাকি কী করে ভাল হবে, আমি রিলেট করতে পারব আবার ইন্ডাস্ট্রিরও উন্নতি হবে। কী চরিত্র করব, কোন ধরনের ছবি করব এসব ভাবতে থাকি। সেই কারণেই 'অটোগ্রাফ' হ্যাঁ করেছিলাম। তখন আমি সুনীলদাকে বলছিলাম সবাই বলছে এটা ওটা..., তুমি তো জানোই আমি ঋতুদাকেও (পরিচালক ঋতুপর্ণা ঘোষ) আটকে দিয়েছিলাম ব্যোমকেশের শুটিং শুরু হওয়ার কিছুদিন আগে, যদিও ওটার অন্য কারণ ছিল। তো আমি ওঁকে বললাম আমি ভাবছি যদি 'কাকাবাবু'টা করা যায়, তাহলে আমি এই চরিত্রটা নিয়ে আরও ১০-১২ বছর টেনে দিতে পারব। এটাই সঠিক সময়। এটাই আমার সঠিক বয়স। তো, তুমি যদি আমায় দাও... উনি আমায় বললেন, তুমি নিজে বলছ যখন এটার থেকে ভাল হয় কিছু।"
'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির জন্মলগ্নের স্মৃতি হাতড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, "সেই কথা শুনে আমি নিচে নেমে সৃজিতকে ফোন করি। এত উত্তেজিত ছিলাম, যে ওখান থেকেই ওকে ফোন করে বলি সুনীলদা রাজি হয়ে গিয়েছে, তুই কি করবি? ওর তখন তৃতীয় না চতুর্থ ছবি সবে। আমার কথা শুনে বলল এত পুরনো গল্প, লোকে কি নেবে? এসব বলল টলল, তারপর ১০ দিন পর স্ক্রিপ্ট নিয়ে এসে বলল চলো, আমি আর তুমি যাই। এটাই ওর গুন।"
'বিজয়নগরের হীরে' ছবির বিষয়ে বলতে গেলে এখানে আবারও 'কাকাবাবু' হিসেবে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সঙ্গে সন্তু হিসেবে থাকবেন আরিয়ান ভৌমিক। আগামী ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এটি। বড়পর্দায় 'বিজয়নগরের হীরে' ছবিটির টক্কর হবে রাজ চক্রবর্তী পরিচালিত 'হোক কলরব' এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবি দু'টোর সঙ্গে।
