নিজস্ব সংবাদদাতা: এক নারী হাতে তরোবারি। ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী'র। ছবিতে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

 

গত বছর থেকে এই ছবি মুক্তি নিয়ে ছড়িয়েছিল নানা জল্পনা। তবে চুপ ছিলেন নির্মাতারা। এবার বুধবার সাড়ম্বরে ঘোষণা হল ছবির মুক্তির তারিখ। সঙ্গে ঝাঁ চকচকে ছবির একটি পোস্টার। সেই পোস্টারে রণং দেহি মূর্তিতে ধরা দিয়েছেন শ্রাবন্তী। টকটকে লাল রঙের কাপড় পরে খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন তিনি। চোখ কেড়েছে রক্তাম্বরের সঙ্গে তাঁর রুদ্রাক্ষের অলঙ্কার। এছাড়াও তাঁর কপালে লেপা শ্বেতচন্দনের উপর রক্তবর্ণ টীকা। কোমরবন্ধে খাপে ঢাকা তরবারি। ওদিকে, একহাতে ধনুক, অন্যহাতে খোলা তরবারি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত 'দেবী চৌধুরানী'। তাঁর পাশেই দেখা যাচ্ছে 'ভবানী পাঠক'কে। কাঁধ ছাপিনো, অবিন্যস্ত চুলের সঙ্গে একমুখ কাঁচাপাকা দাড়িতে প্রসেনজিতের এই লুক এক মুহূর্তের জন্য মনে করাতে পারে তাঁর 'লালন ফকির' অবতারকে। কিন্তু কপালে বড় করে রক্তটীকা সঙ্গে চোখের মধ্যে শান্তভাবের সঙ্গে ধূর্ততার আভাস রয়েছে তাঁর, সেটাই 'মনের মানুষ'-এর থেকে এক নিমিষে আলাদা করে দেয় 'ভবানী পাঠক'কে।

পোস্টারে আরও দেখা যাচ্ছে, পড়ন্ত বিকেলের আলোয় এক বিরাট জাহাজ ভাসছে উত্তাল সমুদ্রে। জাহাজ যে ব্রিটিশ সরকারের তা স্পষ্ট তার মাস্তুলে উড়তে থাকা ইউনিয়ন জ্যাক পতাকা থেকে। এছাড়াও দেখা মিলেছে 'দেবী চৌধুরাণীর দলের দস্যুদের। দঙ্গল বেঁধে ধুলো উড়িয়ে এগিয়ে আসছে তাঁরা। 

 

পোস্টার প্রকাশের পাশাপাশি নির্মাতাদের তরফে ঘোষণা করা হল আগামী বছর অর্থাৎ ২০২৫-এর ১মে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।