উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এবার টলিউড। আগামীকাল, বুধবার বেশ কয়েক লক্ষ টাকার ত্রাণ পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। 

 

 

 

ভয়ংকর বন্যার কবলে পড়ে উত্তরবঙ্গ।এদিন কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল থাকায় মঞ্চে উঠে সেই অনুষ্ঠানে দেখা যায় একাধিক টলি তারকাকে। এরপর টলিউডের তারকাদের দিকে ধেয়ে আসে কটাক্ষ। যেখানে একদিকে স্বজনহারা হচ্ছেন বহু মানুষ, সেখানে কীভাবে এই অনুষ্ঠানে দেখা যায় তারকাদের? এই প্রশ্ন তুলেছেন অগণিত মানুষ। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব, পাশে অবশ্যই আছেন জিৎ সোহম চক্রবর্তী অঙ্কুশ হাজরা, বনি সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়-সহ টলিউডের একাধিক তারকা এবং পরিচালক ও প্রযোজকেরা।

 

 

 

 

ধীরে ধীরে আরও নাম যুক্ত হবে সে কথাও জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। টলিউডের তারকাদের আক্রমণ করা নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "এই বিষয়ে আমি বেশি কথা বলতে চাই না। তবে এটুকুই বলব যে মানুষকে বিনোদন দেওয়া আমাদের কাজ। সেই কাজটা আমাদের করতেই হবে। উত্তরবঙ্গের এই দু্র্ঘটনায় আমরা সকলেই মর্মাহত। তবে আমরাও মানুষ, এটাও সকলকে বুঝতে হবে। কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমরা ঠিক করেছি আমাদের সাধ্যমত কিছু টাকার ত্রাণ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব আগামীকাল। আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন টলিউডের সকল অভিনেতা অভিনেত্রী-সহ বহু পরিচালক ও প্রযোজক। যেভাবে যতটুকু মানুষের পাশে থাকা যায় সেই চেষ্টাই আমরা করছি।"

 

 

আরও পড়ুন: বাড়ছে জুবিন গর্গের মৃত্যুরহস্য! কেন এক কোটি টাকা লেনদেন হয়েছিল গায়কের দুই নিরাপত্তারক্ষীর অ্যাকাউন্টে?

 

সাংসদ, অভিনেতা দেবকে বন্যা পরিস্থিতির জন্য নানা কথা শুনতে হয়েছে একাধিকবার। এই বিষয়ে দেব বলেন, "প্রথমেই বলতে চাই আমরা যে কাজ শুরু করেছি তা সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের জন্য একেবারেই নয়। আসলে তারকারা সব সময়ই যে কোন পরিস্থিতিতে সফট টার্গেট, তাঁদেরকে যা কিছু বলাই যায়। কিন্তু আমার মনে হয় এই সময়টা একে অপরকে বাজে কথা না বলে পাশে থাকাটা প্রয়োজন। যেভাবে উত্তরবঙ্গের মানুষদের পাশে থাকা যায় সেই চেষ্টাই আমরা আমাদের মতো করে চলেছি। মানুষের কথা মানুষ বলবেন কিন্তু আমরা আমাদের কাজ করব।"

 

 

 

 

উত্তরবঙ্গে বিধ্বংসী বন্যার দিন কার্নিভালকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে দেন টলিউডের সকল তারকার উপর। এমনকী অনেকে বলেন এরপর থেকে বাংলা ছবি দেখা বন্ধ করে দেবেন তাঁরা। টলিউড যখন সাধারন মানুষের পাশে নেই তাহলে তারাও টলিউডের পাশে থাকবে না। তবে এই কটাক্ষের মাঝে জবাব দিয়ে দিল টলিউড। ইতিমধ্যেই বেশ কয়েক লক্ষ টাকা ত্রাণ তহবিলে জমা পড়েছে। তা আরও বাড়বে বলে জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ এবং দেব দু'জনেই বলেন, "উত্তরবঙ্গের সঙ্গে আমাদের সম্পর্ক বহু বছরের, কাজ বা ব্যক্তিগত কারণে উত্তরবঙ্গ আমাদের খুব কাছের। তাই উত্তরবঙ্গের পাশে আমরা সব সময় থাকব।"