গত কয়েক বছরে বলিউডে এক উল্লেখযোগ্য প্রবণতা চোখে পড়েছে। দর্শক নতুন কনটেন্টের (সিরিজ, ছবি) মাধ্যমে ফের নতুন করে চিনে নিচ্ছেন বহু অভিজ্ঞ অভিনেতাকে। যাঁদের কেরিয়ার হয়তো একসময় স্তিমিত হয়েছিল, তাঁরা ফিরছেন একেবারে ভিন্ন রূপে, ভিন্ন মাত্রায়। আর এই তালিকায় সবচেয়ে উজ্জ্বল দুটি নাম, ববি দেওল এবং অক্ষয় খান্না।
২০২৩ সালে মুক্তি পাওয়া ছবি ‘অ্যানিমাল’-এ ববি দেওলের চরিত্রের স্ক্রিনটাইম ছিল সীমিত, ছিল না সংলাপও! তবুও সে ছবিতে তাঁর উপস্থিতি দর্শকের মনে এমন ছাপ ফেলেছিল যে, এক রাতের মধ্যেই তিনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রে। অন্যদিকে, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এ ‘রহমান ডাকাত’ চরিত্রে অক্ষয় খান্নার অনবদ্য অভিনয় তাঁকে নতুন করে নেটপাড়ার প্রিয় আলোচনার বিষয় বানিয়ে তুলেছে। সংযত অভিব্যক্তি, ভয় ধরানো নীরবতা আর স্বতন্ত্র অভিনয়ের স্টাইল, সব মিলিয়ে অক্ষয় যেন আবার প্রমাণ করেছেন, তিনি কেন আলাদা বাকি তারকা-অভিনেতাদের থেকে।

এহেন আবহে স্বাভাবিক ভাবেই দর্শকের মনে প্রশ্ন উঠছে, এই দুই অভিনেতা যদি আবার একসঙ্গে পর্দায় ফেরেন? কারণ ২০০২ সালের জনপ্রিয় থ্রিলার হমরাজ-এ তো দেখা গিয়েছিল তাঁদের। তাই সেই ছবির সিক্যুয়েল ‘হমরাজ ২’-এ কি তাঁদের ফের একসঙ্গে ফিরিয়ে আনা আদৌ সম্ভব?
এই সম্ভাবনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ‘হমরাজ’ ছবির প্রযোজক রতন জৈন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, “ঠিকঠাক চিত্রনাট্য পেলে আমি অবশ্যই ‘হমরাজ ২’ করতে চাই। তবে এমন গল্প চাই, যেখানে ববি ও অক্ষয় দু’জনেই বয়স অনুযায়ী মানানসই চরিত্রে অভিনয় করতে পারবেন।”
রতন জৈন আরও বলেন, ববি দেওল এবং অক্ষয় খান্না, এই দু’জনের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে দারুণ। বিশেষ করে অক্ষয়ের প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সাফল্যের পর অভিনেতাকে একটু সময় দিতে চান। “আমরা খুব ভাল বন্ধু। ও আরও ভাল কাজ পাওয়ার যোগ্য,” বলেন তিনি। অক্ষয় খান্নার বাছাই করে কাজ করার প্রবণতা নিয়েও মন্তব্য করেন প্রযোজক। তাঁর কথায়, অক্ষয়ের কাছে অর্থ কখনওই প্রধান বিষয় নয়। ছবির চিত্রনাট্য পছন্দ না হলে তিনি নির্দ্বিধায় যেকোনও ছবি প্রত্যাখ্যান করতে পারেন।
বর্তমানে অক্ষয় ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘মহাকালী’-র প্রস্তুতিতে। পাশাপাশি দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘ধুরন্ধর ২’-এর জন্য, যা মুক্তি পাওয়ার কথা ১৯ মার্চ। অন্যদিকে, ববি দেওল দেখা যাবে আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে ‘আলফা’ ছবিতে।
সব মিলিয়ে, ‘হমরাজ ২’ এখনই নিশ্চিত না হলেও, সঠিক গল্প ও সময় এলে ববি-অক্ষয়ের এই জুটি ফের বড়পর্দায় ফিরতে পারে। এই ইঙ্গিত কিন্তু স্পষ্ট। তাই আশায় বুক বাঁধতেই পারেন ছবিপ্রেমীরা।
