বলিউড থেকে হলিউড, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রেম-দাম্পত্য নিয়ে চর্চা যেন কখনও থামে না। বিয়ের এত বছর পরেও তাঁদের সম্পর্ক যে এখনও বেশ রোমান্টিক, তা আবারও সামনে এল প্রিয়াঙ্কার এক মন্তব্যে। অভিনেত্রীর মতে, স্বামী-স্ত্রীর মধ্যে হালকা ফ্লার্টিংই সম্পর্কের উষ্ণতা বাঁচিয়ে রাখার সবচেয়ে সহজ উপায়।

সম্প্রতি প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, তাঁর স্বামী অভিনেতা-গায়ক নিক সূর্যের আলোয় সুইমিং পুলে অবসর সময় উপভোগ করছেন। যা দূর থেকে ক্যামেরাবন্দি করেন প্রিয়াঙ্কা। কয়েক মুহূর্তের জন্য জুম করে ক্যামেরা কাছাকাছিও নিয়ে যান অভিনেত্রী। তখন বুক জলে দাঁড়িয়ে পানীয়তে চুমুক দিচ্ছিলেন নিক। ভিডিওর সঙ্গে বেশ কৌতুকের সুরে প্রিয়াঙ্কা লিখেছেন, "ও যখন ঠিক এই অবস্থায় থাকে...দেখতে যেন স্ন্যাকসের মতো লাগে।" বেশ মজার ছলে উত্তর দেন নিকও। স্ত্রীর ভিডিও-র কমেন্টে তিনি লেখেন, "যাহ পাপারাজ্জিরা  আবার আমায় ধরে ফেলেছে।"

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়, এই তারকা দম্পতির মধ্যে কতটা খোলামেলা সম্পর্ক রয়েছে। কখনও নিক প্রিয়াঙ্কার ভিডিও শেয়ার করে মজার ক্যাপশন দেন, কখনও আবার প্রিয়াঙ্কা স্বামীর পোস্টে মজার মন্তব্য করেন। এই ছোট ছোট মুহূর্তই তাঁদের সম্পর্ককে প্রাণবন্ত রাখে।

বিয়ের পরে এবং মা-বাবা হওয়ার পর অনেক দম্পতির সম্পর্কেই একঘেয়েমি চলে আসে। কিন্তু প্রিয়াঙ্কা-নিক সেই জায়গায় একেবারেই আলাদা। তাঁরা বিশ্বাস করেন, বন্ধুত্ব আর মজার সম্পর্ক না থাকলে দাম্পত্য দীর্ঘদিন টেকে না। তাই কাজের ব্যস্ততার মাঝেও তাঁরা একে অপরের জন্য সময় বের করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিক জোনাস এমন একজন মানুষ যিনি আত্মবিশ্বাসী এবং সম্পর্ক নিয়ে একেবারেই নিরাপদ বোধ করেন। অভিনেত্রীর কথায়, যদি কেউ তাঁর সঙ্গে মজা করে ফ্লার্ট করে, নিক তাতে বিরক্ত হন না। বরং বিষয়টাকে হালকাভাবে নেন এবং মজাও করেন। নায়িকার মতে, এই মানসিকতাই তাঁদের সম্পর্ককে আরও মজবুত করেছে।

প্রিয়াঙ্কা বলেন, সম্পর্ক মানে শুধুই দায়িত্ব আর নিয়মের মধ্যে আটকে থাকা নয়। মাঝে মাঝে একটু দুষ্টুমি, হাসি-ঠাট্টা আর মজা খুব দরকার। তাঁর মতে, ফ্লার্টিং মানে কখনওই সীমা লঙ্ঘন নয়, বরং একে অপরের প্রতি আকর্ষণ ও ভাল লাগা প্রকাশের একটা স্বাভাবিক উপায়।

প্রিয়াঙ্কার মতে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রতিদিনের জীবনে সামান্য হাসি, খুনসুটি আর ভালবাসার প্রকাশই যথেষ্ট। তাঁর এই বক্তব্য অনেক দম্পতির কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। একথায় ঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্কের সাফল্যের চাবিকাঠি হল, বিশ্বাস, বন্ধুত্ব আর হালকা ফ্লার্টিং। আর সেই কারণেই এত বছর পরেও তাঁদের প্রেমের আঁচ একই রয়েছে।