প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণে তৈরি হওয়া শূন্যতা যেন আরও বেশি করে টের পাওয়া যাচ্ছে তাঁদের কাছে, যাঁরা তাঁর কণ্ঠ শুনে বড় হয়েছেন, টেলিভিশনের পর্দায় তাঁর সংগ্রামের গল্পের সাক্ষী থেকেছেন। মাত্র ৪৩ বছর বয়সে এই গায়ক ও অভিনেতার মৃত্যু ভক্তদের স্তব্ধ করে দিয়েছে। কীভাবে, কেন, হঠাৎ- এই প্রশ্ন ঘিরেই শুরু হয় জল্পনা। এই আবহেই সামনে এসে কথা বলেন প্রশান্তের স্ত্রী মার্থা আলি। ভুল তথ্য দূর করতে যেমন, তেমনই গভীর ব্যক্তিগত শোক আর কৃতজ্ঞতার জায়গা থেকেই মুখ খুলেছেন তিনি।
‘ইন্ডিয়ান আইডল’ সিজন ৩ জয় করে যিনি দেশজুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, সেই প্রশান্ত তামাং রবিবার প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজবের অবসান ঘটিয়ে মার্থা স্পষ্ট জানান, প্রশান্তের মৃত্যু ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং তিনি ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে মার্থা বলেন, এই কঠিন সময়ে তিনি যেভাবে ভালবাসা ও সমর্থন পেয়েছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। “সারা পৃথিবী থেকে ফোন আসছে। পরিচিত-অপরিচিত মানুষ, সবাই ফুল পাঠাচ্ছেন। অনেকে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, হাসপাতালেও এসেছেন শেষবার ওঁকে দেখতে,” বলেন তিনি।

এই অগাধ ভালবাসায় আপ্লুত হলেও, মার্থা চান মানুষ প্রশান্তকে তাঁর আসল পরিচয়েই মনে রাখুক। “সবকিছু আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। আমি চাই, আপনারা যেমন আগে ওঁকে ভালবাসতেন, এখনও তেমনই ভালবাসুন। ও খুব ভাল মানুষ ছিল, ভীষণ খাঁটি । ওঁকে সেইভাবেই মনে রাখবেন,” বলেন প্রশান্ত-পত্নী। স্বামীর মৃত্যু ঘিরে ওঠা প্রশ্নে স্পষ্ট ও আবেগঘন ভাষায় জবাব দেন মার্থা। “এটা স্বাভাবিক মৃত্যু। ও ঘুমের মধ্যেই চলে গিয়েছে। তখন আমি ঠিক ওঁর পাশেই ছিলাম,” জানান তিনি।
ভক্তদের উদ্দেশে দেওয়া আর এক বার্তায় মার্থা তাঁদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং এই দুঃসময়ে প্রার্থনার আবেদন করেন। “আমি বাইরে খুব একটা যাইনি, কিন্তু সবসময় দেখেছি মানুষ কীভাবে বার্তা, রিল, গান আর ওর কাজের মাধ্যমে ওকে সমর্থন করেছে। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। ও এখন আর আমাদের সঙ্গে নেই, কিন্তু আমি চাই আপনারা ওর আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন,” বলেন তিনি।
এই ঘটনায় দিল্লি পুলিশের দক্ষিণ-পশ্চিম জেলার এডিসিপি অভিমন্যু পোসওয়াল জানান, চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনও রকম সন্দেহজনক বিষয় নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এর মধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে শোকপ্রকাশ। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং প্রশান্ত তামাংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর জীবন ও কেরিয়ার বহু মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। “ইন্ডিয়ান আইডলের মঞ্চে ওঠা থেকে ঐতিহাসিক জয় - প্রশান্তের যাত্রা অধ্যবসায়, প্রতিভা আর বিনয়ের উজ্জ্বল উদাহরণ,” বলেন তিনি। মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “এই মৃত্যু শুধু পরিবারের নয়, অগণিত ভক্তেরও অপূরণীয় ক্ষতি।” দার্জিলিংয়ের শিকড়ের কথা স্মরণ করে তিনি বলেন, সরলতা আর নিজের এলাকার জন্য গর্ব হয়ে প্রশান্ত চিরকাল স্মরণীয় থাকবেন।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে জন্ম প্রশান্ত তামাংয়ের। ‘ইন্ডিয়ান আইডল’ জয়ের পর তিনি সঙ্গীতের পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১০ সালে নেপালি ছবি ‘গোরখা পল্টন’-এর মাধ্যমে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ। পরে ‘আঙালো ইয়ো মায়া কো’, ‘কিনা মায়া মা’ এবং কার্গিল যুদ্ধে গোরখা সৈনিকদের সাহসিকতায় অনুপ্রাণিত ছবি ‘নিশানি’-সহ একাধিক ছবিতে অভিনয় করেন। সাম্প্রতিক সময়ে ‘পাতাল লোক’ সিজন ২-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়। জানা যাচ্ছে, সলমন খানের আসন্ন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর দেখা যাওয়ার কথা ছিল।
