২০২৬-এর সংক্রান্তির আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজা সাব’। বেশ অনেকটা সময় পেরোনোর পর ও নানা জটিলতা পেরিয়ে এসে অবশেষে জানুয়ারিতেই ছবির মুক্তি। মারুতি পরিচালিত এই ছবি ঘরানা হিসেবে যেমন হরর–কমেডি, তেমনই নির্মাণের দাপটে একেবারে গ্র্যান্ড এন্টারটেইনার। অন্তত, সেরকম-ই দাবি ছবির টিমের পক্ষ থেকে। গত শনিবার হায়দরাবাদে আয়োজিত এ ছবির জাঁকজমকপূর্ণ এক প্রচার অনুষ্ঠানে হাজির ছিলেন প্রভাস, নিধি আগারওয়াল, মালবিকা মোহনান ও ঋদ্ধি কুমার। আর সেখানেই পরিচালক মারুতি এমন এক মন্তব্য করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।

  

 

ছবির প্রচার চলাকালীন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ তিনি ঘোষণা করেন, “যদি এই ছবিটি দেখার পর দর্শকের এক শতাংশও হতাশ হন, সে প্রভাসের ভক্ত হোন বা পরিবার-সহ দর্শক, তাহলে সরাসরি আমার বাড়িতে এসে প্রশ্ন  করতে পারেন।  আমার বাড়ির ঠিকানা - ভিলা নম্বর ১৭, কোল্লা লাক্সুরিয়া, কন্ডাপুর!” তাঁর এই আত্মবিশ্বাসী ঘোষণায় উচ্ছ্বসিত দর্শকরা তুমুল উল্লাসে ফেটে পড়েন। প্রভাসের মুখেও ধরা পড়ে প্রশস্ত হাসি। মুহূর্তের মধ্যেই আবেগপ্রবণ হয়ে ওঠেন মারুতি। প্রভাসের প্রতি তাঁর আস্থা ও ছবিটির জন্য দলগত পরিশ্রমের কথা বলতে বলতে আবেগে গলা খানিক কেঁপে ওঠে তাঁর। পাশে দাঁড়িয়ে থাকা প্রভাস তখন পরিচালককে জড়িয়ে ধরে শান্ত করেন।

 

 

ছবির ক্লাইম্যাক্স নিয়েও উচ্ছ্বাস লুকোলেন না প্রভাস নিজেও। প্রভাসের কথায়, “আমি সত্যিই অভিভূত। ছবির শেষ অংশটা দেখে আমার নিজেরই কথা ফুরিয়ে গিয়েছিল। দর্শকরাই শেষ কথা বলবেন, তবে আমার কাছে ছবির ক্লাইম্যাক্সটা অসাধারণ। তারপরেই পরিচালকের উদ্দেশে হাসতে হাসতে তাঁর মজাদার প্রশ্ন, " মারুতি, এটা অংশটা কি  পেন দিয়ে লিখেছ না কি মেশিনগানে?”

 

ওই অনুষ্ঠানে সংক্রান্তির দিন অন্য আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবিগুলোকেও সফলতার শুভেচ্ছা জানিয়েছেন প্রভাস। জানালেন, উৎসবের মরশুমে সবার ছবি ভাল ব্যবসা করুক, সবার ছবিই ব্লকবাস্টার হোক, এইই তাঁর কামনা। ইতিমধ্যেই সেন্সর পর্ব ছাড় দিয়েছে ‘দ্য রাজা সাব’কে। প্রায় ১৮৩ মিনিটের এই ছবিকে প্রাপ্তবয়স্ক ও ছোটদের জন্য দেখার শংসাপত্র দিয়েছে সেন্সর বোর্ড।

 

 


প্রভাসকে এই ছবিতে দেখা যাবে দ্বৈত চরিত্রে। সঙ্গে মালবিকা মোহনান, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্ত এবং বিশেষ গানে নায়নতারার উপস্থিতি। পাঁচ ভাষায় মুক্তি পেতে চলেছে এই বিরাট মাপের প্রজেক্ট। ছবির প্রি-ট্রেলার ইঙ্গিত দিয়েছে ছবির ‘ম্যাসিভ স্কেল’-এর ঝলকের। সব মিলিয়ে, মুক্তির আগে থেকেই ‘দ্য রাজা সাব’ নিয়ে জনতামহলে উত্তেজনা তুঙ্গে।