প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকা আয় করলেও, চার দিনেও ২০০ কোটির গণ্ডি টপকাতে পারল না 'দ্য রাজা সাব'! শুধুই কি তাই? মুক্তির পর প্রথম সোমবার বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়ল এই ছবি। ৪ দিনে মোট কত কোটি টাকার ব্যবসা করল প্রভাস অভিনীত 'দ্য রাজা সাব'?
ভারতীয় বক্স অফিসে 'দ্য রাজা সাব' ৩ দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। কিন্তু সোমবার এক ধাক্কায় অনেকটাই কমেছে ছবির আয়। এক সংখ্যার অঙ্কে এসে ঠেকেছে। চতুর্থ দিন, সোমবার ভারতীয় বক্স অফিসে ৬ কোটি ৬০ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে ৪ দিনের মাথায় ভারতীয় বক্স অফিসে 'দ্য রাজা সাব' ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১১৪ কোটি ৬০ লাখ টাকায়। এবং বিশ্বজুড়ে এই ছবির মোট আয়ের পরিমাণ ১৮৩ করি টাকা। এমনটাই নির্মাতাদের তরফে জানানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, সোমবার ২৪.৬৪ শতাংশ অকুপেনসি ছিল এই ছবির। সারাদিনের মধ্যে রাতের শোতেই বেশি সংখ্যক দর্শক এই ছবিটি দেখেছেন। গোটা দেশের মধ্যে হায়দরাবাদে সবথেকে বেশি সংখ্যক মানুষ সোমবার 'দ্য রাজা সাব' দেখেছেন। বলাই বাহুল্য, হিন্দির তুলনায় এই ছবির তামিল ভার্সন বেশি আয় করছে বক্স অফিসে।
তবে এ কথা ঠিক, মাত্র ৪ দিনেই 'দ্য রাজা সাব' ছবির বক্স অফিস কালেকশন এক ধাক্কায় অনেকটা কমলেও, প্রভাসের এই ছবির কারণেই গত একমাস ধরে 'ধুরন্ধর' ছবিটি বক্স অফিসে যে দাপট দেখাচ্ছিল সেটা ফুরিয়েছে। অন্যান্য ছবি যা করতে পারেনি, যেভাবে নতুন ছবির আগমনেও বহাল তবিয়তে ব্যবসা করেছে 'ধুরন্ধর', সেটা 'দ্য রাজা সাব' আসায় ফিকে হয়েছে।
প্রসঙ্গত, 'দ্য রাজা সাব' ছবিটির পরিচালনা করেছেন মারুথি। পিপল মিডিয়া ফ্যাক্টরি ছবিটির পরিচালনা করেছেন। এখানে মুখ্য ভূমিকায় প্রভাস রয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, বোমান ইরানি, ঋদ্ধি কুমার, নিদ্ধি আগরওয়াল, প্রমুখ। এটি একটি হরর ঘরানার ছবি। ছবিটির ট্রেলার দেখে অনেকেই অক্ষয় কুমার অভিনীত 'ভুল ভুলাইয়া' ছবিটির সঙ্গে এটির তুলনা করেছিলেন। যদিও নির্মাতাদের তরফে জানানো হয়েছে, এটি একেবারেই ভুল। দুটো ছবির গল্প একেবারেই আলাদা। রাজবাড়ি এবং ভূত, এই দুই ক্ষেত্রে মিল থাকলেও বাকিটা আলাদা। 'দ্য রাজা সাব' ছবিটিতে সাইকোলজিক্যাল দিকের ছোঁয়া রয়েছে যা একেবারেই এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ছবিটি।
