দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ২০২৪ সালে ‘কল্কি ২৮৯৮ এডি’-তে তাঁকে দেখেছিলেন দর্শকেরা। দু'বছরের বিরতির পর শুক্রবার 'দ্য রাজা সাব’-এর হাত ধরে প্রেক্ষাগৃহে ফিরেছেন তিনি। প্রিয় নায়ককে দেখতে এদিন আবেগে ভাসলেন ভক্তরা।
প্রথম থেকেই তেলেগু ছবি 'দ্য রাজা সাব' নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই উন্মাদনাই এদিন হায়দ্রাবাদে কয়েকটি থিয়েটারের বাইরে রীতিমতো বিশৃঙ্খলার চেহারা নেয়। ছবির ভোরের বিশেষ শো দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত। কিন্তু শো শুরু হতে দেরি হওয়ায় এবং টিকিট সংক্রান্ত বিভ্রান্তির কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই চূড়ান্ত গোলযোগের ক্যামেরাবন্দি মুহূর্ত।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, থিয়েটারের বাইরে দাঁড়িয়ে রয়েছেন ভক্তরা। গেটের সামনে ভিড় করে ধাক্কাধাক্কি করছেন অগুনতি মানুষ। কেউ কেউ আবার উত্তেজনায় দেওয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কোথাও কোথাও থিয়েটারের প্রবেশপথে ধাক্কা দিয়ে গেট ভাঙার চেষ্টা করতেও দেখা যায়। এই ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রের খবর, ভোরের শো দেখতে অনেক ভক্ত রাত থেকেই প্রেক্ষাগৃহের সামনে অপেক্ষা করছিলেন। কিন্তু শো শুরুর সময় নিয়ে পরিষ্কার ঘোষণা না থাকায় এবং প্রশাসনিক অনুমতি সংক্রান্ত কিছু জটিলতার কারণে দেরি হয়। এতে ভক্তদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। অপেক্ষা করতে করতে সেই ক্ষোভ একসময় উত্তেজনায় রূপ নেয়।
থিয়েটার কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ভিড় এতটাই বেশি ছিল যে নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। কিছু জায়গায় নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়। পরে পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত, কোনও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
যদিও বিশৃঙ্খলার জেরে হায়দ্রাবাদের কয়েকটি থিয়েটারে ভোরের শো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আরও হতাশ হন অপেক্ষায় থাকা দর্শকরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লেখেন, শো সংক্রান্ত সঠিক তথ্য আগে জানানো হলে এমন পরিস্থিতি তৈরি হত না।
উল্লেখ্য, দ্য রাজা সাব প্রভাসের বহুল প্রতীক্ষিত ছবি। দীর্ঘদিন পর ফ্যান্টাসি ঘরানার এই ছবিতে নতুন ধরনের চরিত্রে তাঁকে দেখা যাবে বলে আশা করছেন ভক্তরা। ছবিটি মুক্তির আগেই যে এত উন্মাদনা তৈরি হয়েছে, এদিনের এই ঘটনাই তার প্রমাণ। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, প্রিয় তারকার ছবি দেখতে আগ্রহ থাকা স্বাভাবিক হলেও, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা আরও বেশি জরুরি। ভবিষ্যতে বড় তারকাদের ছবি মুক্তির সময় থিয়েটার ও প্রশাসনের তরফে আরও কড়া ব্যবস্থা নেওয়া দরকার বলেই মত অনেকের।
