‘তুনে ও রঙ্গিলে ক্যায়সা জাদু কিয়া/পিয়া পিয়া বোলে মতওয়ালা জিয়া’...
এভাবেই চাঁদ রাতের প্রতি প্রহরে জাদু ছড়ালেন পরীমণি। তাঁর হাতের মেহেন্দির রঙে রঙিন খুশির ইদ। এদিন দু"হাত ভরে মনের সুখে মেহেন্দি পরেছেন। এদিন তাঁর বাড়িতেও পরব। সেই উদযাপনের রেশ তাঁর চোখেমুখে। পরীর একমাত্র সন্তান পদ্মর হাসিতে। ইদ মানেই রাতে চাঁদ দেখা। সন্ধে থেকে নতুন পোশাকে সেজে তার অপেক্ষা। সেই মতো এদিন নিজেকে হলুদ রঙের সালোয়ার কামিজে সাজিয়েছিলেন তিনি। তাতে জরি-চুমকির কাজ। খুব বেশি ভারী গয়নায় সাজেননি। ছিমছাম সোনার গয়নায় জৌলুস যেন আরও বেড়েছে। একমাত্র ছেলেকে সাজিয়েছিলেন কালো পাজামা-পাঞ্জাবিতে। এভাবেই পরিজনদের নিয়ে দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইদ উদযাপন করলেন।
এবারের ইদের আগে পরীমণির ব্যস্ততা তুঙ্গে। তিনি এই প্রথম টলিউডে পা রাখলেন। দেবরাজ সিংহের আগামী ছবি "ফেলু বক্সী"তে ‘লাবণ্য’ হয়ে। বিধায়ক-প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী, মধুমিতা সরকারের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন। তবে ইদের আগে তিনি ছুটি নিয়েছেন। পদ্মকে নিয়ে নিজের দেশে ফিরে এসেছেন। সবার সঙ্গে ইদের চাঁদ দেখবেন বলে। মামা-মাসিদের কোলে চেপে এদিন পদ্মও আনন্দে সামিল। তার কচি মুখের হাসিতে যেন আকাশের আধখানা চাঁদ বন্দি!
ইদের উদযাপন মানেই ভরপুর খানাপিনা, দাওয়াতের আয়োজন। সেখানেও ত্রুটি রাখেননি পরী। রকমারি রান্না তো ছিলই। ছিল নায়িকার হাতে বানানো পায়েস। যে পায়েস তাঁর নানুর ভীষণ প্রিয়। পরী পায়েস রেঁধেছেন আর নানুকে মনে করেছেন। জানিয়েছেন, এই প্রথম নানু ছাড়াই ইদ উদযাপন করছেন।
এভাবেই চাঁদ রাতের প্রতি প্রহরে জাদু ছড়ালেন পরীমণি। তাঁর হাতের মেহেন্দির রঙে রঙিন খুশির ইদ। এদিন দু"হাত ভরে মনের সুখে মেহেন্দি পরেছেন। এদিন তাঁর বাড়িতেও পরব। সেই উদযাপনের রেশ তাঁর চোখেমুখে। পরীর একমাত্র সন্তান পদ্মর হাসিতে। ইদ মানেই রাতে চাঁদ দেখা। সন্ধে থেকে নতুন পোশাকে সেজে তার অপেক্ষা। সেই মতো এদিন নিজেকে হলুদ রঙের সালোয়ার কামিজে সাজিয়েছিলেন তিনি। তাতে জরি-চুমকির কাজ। খুব বেশি ভারী গয়নায় সাজেননি। ছিমছাম সোনার গয়নায় জৌলুস যেন আরও বেড়েছে। একমাত্র ছেলেকে সাজিয়েছিলেন কালো পাজামা-পাঞ্জাবিতে। এভাবেই পরিজনদের নিয়ে দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইদ উদযাপন করলেন।
এবারের ইদের আগে পরীমণির ব্যস্ততা তুঙ্গে। তিনি এই প্রথম টলিউডে পা রাখলেন। দেবরাজ সিংহের আগামী ছবি "ফেলু বক্সী"তে ‘লাবণ্য’ হয়ে। বিধায়ক-প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী, মধুমিতা সরকারের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন। তবে ইদের আগে তিনি ছুটি নিয়েছেন। পদ্মকে নিয়ে নিজের দেশে ফিরে এসেছেন। সবার সঙ্গে ইদের চাঁদ দেখবেন বলে। মামা-মাসিদের কোলে চেপে এদিন পদ্মও আনন্দে সামিল। তার কচি মুখের হাসিতে যেন আকাশের আধখানা চাঁদ বন্দি!
ইদের উদযাপন মানেই ভরপুর খানাপিনা, দাওয়াতের আয়োজন। সেখানেও ত্রুটি রাখেননি পরী। রকমারি রান্না তো ছিলই। ছিল নায়িকার হাতে বানানো পায়েস। যে পায়েস তাঁর নানুর ভীষণ প্রিয়। পরী পায়েস রেঁধেছেন আর নানুকে মনে করেছেন। জানিয়েছেন, এই প্রথম নানু ছাড়াই ইদ উদযাপন করছেন।
