নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন মোড়ে দারুণ জমে উঠেছে জি বাংলার 'অমর সঙ্গী'। রাজ ও শ্রীর গল্প অল্পদিনেই মনে ধরেছে দর্শকের। গল্পে অভাবী পরিবারের ছেলে রাজ, নিজের সত্যিটা লুকিয়ে রাখে শ্রীর কাছে। যাতে প্রভাবশালী পরিবারের মেয়ে শ্রী তার ভালবাসা ফিরিয়ে না দেয়, এই ভেবেই সত্যিটা লুকিয়ে বিয়ের পিঁড়িতে যায় সে। কিন্তু বিয়ের আগেই শ্রীকে সব সত্যিটা বলে দেয় রাজ। অবাক হলেও তাকে মেনে নেয় শ্রী। এরপর শুরু হয়, দুই পরিবারের মন জেতার লড়াই।

 


একটু একটু করে নিজেদের স্বপ্ন সত্যি করছে রাজ ও শ্রী। তাদের জুটিকে ভালবাসায় ভরিয়েছেন দর্শক। এই চরিত্রে দেখা যাচ্ছে নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলিকে। প্রথমবার জুটি বেঁধে ভাই প্রশংসা পেয়েছেন তাঁরা।

 


কিন্তু এবার এল মন খারাপের খবর। সূত্রের খবর, শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। কিছুদিনের মধ্যেই হবে শেষদিনের শুটিংও। যদিও এখন ধারাবাহিকের মেয়াদ কমে এলেও দর্শকের মনে কিছু মেগা জায়গা করে নিচ্ছে। 'অমর সঙ্গী'ও ঠিক সেরকম। তবে এই মেগার জায়গা দখল করতে কে আসছে তা যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে, জি বাংলায় শুরু হচ্ছে মারাঠি ধারাবাহিকের রিমেক 'ইচ্ছেধারী নাগকন্যা'।