নিজস্ব সংবাদদাতা: ১৮৮৩ সালে পথ চলা শুরু হয়েছিল স্টার থিয়েটারে। এরপর যত সময় গড়িয়েছে, ইতিহাস আষ্ঠেপৃষ্ঠে তত জড়িয়েছে তার নামের সঙ্গে। স্টার থিয়েটারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন বিনোদিনী। এতটাই যে সেই সময়ে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল স্টার থিয়েটারের সঙ্গে নাম জোড়া হবে বিনোদিনীর। কিন্তু তৎকালীন সমাজের উচ্চবর্গীয় অংশকে প্রতিবাদে শেষমেশ তা হয়নি। প্রায় দেড় শতক পর এবার তা হল! নাম বদল হচ্ছে স্টার থিয়েটারের। নতুন নাম হচ্ছে বিনোদিনী থিয়েটার৷ 

 

সোমবার সন্দেশখালির মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মহিলাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷  ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিমকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “স্টার থিয়েটারের নাম আপনারা সবাই শুনেছেন৷ আমরা স্টার থিয়েটারের নাম বদল করব৷ নতুন নাম হবে বিনোদিনী থিয়েটার৷ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বলব নাম বদলের বিষয়টি দেখে নিতে৷ মহিলাদের আমরা সম্মান করি বলেই স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করা হবে৷”

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by RUKMINI MAITRA ???? (@rukminimaitra)