সংবাদ সংস্থা মুম্বই: দর্শকদের জন্য গোটা ২০২৫ সাল জুড়ে কী কী আনতে চলেছে তারা, তার তালিকা প্রকাশ্যে এনেছিল হইচই ওয়েব প্ল্যাটফর্ম। সেই তালিকায় অন্যতম ছিল মিমি চক্রবর্তীর ‘ডাইনি’ ওয়েব সিরিজ। ‘ডাইনি’র মাধ্যমে ‘হইচই’-এ দ্বিতীয়বার ফিরছেন মিমি চক্রবর্তী। শোনা যাচ্ছে, ছবির গল্প আবর্তিত হবে দুই বোনকে ঘিরে। দুই বোন জড়িয়ে পড়ে ডাকিনীতন্ত্রের প্যাঁচে। তারপর কী হয় তাদের, সেই উত্তর লুকিয়ে রয়েছে ‘ডাইনি’তে। 


১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। এই বিশেষ দিনে হইচই তাদের নতুন সিরিজ ‘ডাইনি'-র পোস্টার প্রকাশ করল সমাজমাধ্যমে। পোস্টারে দেখা যাচ্ছে, ধারালো কাটারি হাতে রণং দেহি মেজাজে দাঁড়িয়ে রয়েছেন মিমি চক্রবর্তী। ক্ষত-বিক্ষত রক্তাক্ত মুখ, এলোমেলো চুল এবং দু' চোখে ভরপুর অদম্য সাহস ও জেদ। সেই সঙ্গে পোস্টারের পুরো অংশ জুড়ে ছুটছে আগুনের ফুলকি, যা মিমির চরিত্রটিকে একইসঙ্গে রহস্যময় এবং শক্তিশালী করে তুলেছে। ‘ডাইনি’ সিরিজটি পরিচালনা করেছেন নির্ঝর মিত্র। এর আগে নির্ঝরের পরিচালনায় শিকারপুর সিরিজটি দারুণ প্রশংসা কুড়িয়েছিল জনতামহলে। মিমি চক্রবর্তীর পাশাপাশি ছোট পর্দার পরিচিত মুখ শ্রুতি দাসকেও দেখা যাবে এই সিরিজে। মিমির বোনের চরিত্রে অভিনয় করবেন শ্রুতি। 

 

 

?ref_src=twsrc%5Etfw">February 11, 2025

 

‘ডাইনি’র পোস্টারের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে হইচই -এর তরফে লেখা হয়েছে, “ভয় আর জমাট বাঁধা অন্ধবিশ্বাসের অন্ধকারের মাঝে অদম্য জেদকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা… ফিরছে হইচই-তে মিমি চক্রবর্তী, ‘ডাইনি’ নিয়ে!” প্রযোজক মহেন্দ্র সোনি এই পোস্টার শেয়ার করে মিমির পরিবর্তন সম্পর্কে মন্তব্য করেছেন, ‘দুষ্টু কোকিল থেকে ডাইনি – জন্মদিনে মিমি চক্রবর্তীর কী অসাধারণ পরিবর্তন!’

 

চলতি বছরের ১৪ মার্চ হইচইতে মুক্তি পাবে ‘ডাইনি’।