মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (MCU) পা দিয়েই বাজিমাত করেছেন পেড্রো প্যাসকেল । সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিতে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’-এ তিনি অভিনয় করেছেন রিড রিচার্ডস ওরফে মিঃ ফ্যান্টাস্টিক -এর ভূমিকায়। আর সেখান থেকেই শুরু হয়েছে গুঞ্জনের ঝড়—তাঁর চরিত্রই নাকি হতে চলেছে আগামী অ্যাভেঞ্জার্সদের নতুন দলনেতা! তবে এবার এই খবরে জল ঢেলে দিলেন প্যাসকেল নিজেই।

 

 

“আমি নিজেই তো জানি না আমি এবার অ্যাভেঞ্জার্সদের দলনেতা হব!”— সরাসরি জবাব পেড্রো প্যাসকেলের। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্য লাস্ট অফ আসা’ খ্যাত এই বিখ্যাত হলিউড অভিনেতা সরাসরি বলেন,“আমার কাছেও এটা নতুন খবর এবং বড় খবর। কারণ আমি সত্যিই এই বিষয়ে বিন্দুবিসর্গ জানি না। ”

 

আরও পড়ুন: ১৯ বছর পর ফিরছে ‘খোসলা কা ঘোঁসলা’, সিক্যুয়েলে মুখ্যভূমিকায় হুমা কুরেশি, সঙ্গ দেবেন কি অনুপম- বোমান?

 

অর্থাৎ তাঁর কাছে এ-ও নতুন খবর যে তিনি অ্যাভেঞ্জার্সদের নেতৃত্ব দেবেন! তিনি আরও বলেন, ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’-এর পরিচালক ম্যাট শ্যাকম্যান-এর একটি পুরনো মন্তব্য থেকেই নাকি এই ভুল ধারণার জন্ম। তা পরিচালক কী বলেছিলেন? পরিচালক ম্যাট শ্যাকম্যান এক সাক্ষাৎকারে বলেছিলেন— “একজন কাজপাগল তুখোড় বৈজ্ঞানিক থেকে প্রথমে স্বামী হলেন রিড রিচার্ডস, সেখান থেকে একজন বাবা… আর তারপর অ্যাভেঞ্জার্সদের দলনেতা।” আর এই কথাটাকেই অনেকেই ধরে নিয়েছেন, মিঃ ফ্যান্টাস্টিক-ই এবার অ্যাভেঞ্জার্স টিমের নয়া দলনেতা হতে চলেছেন।

 

 

 

কিন্তু পেড্রো প্যাসকেল এই প্রসঙ্গে বলেন, “ ওই মন্তব্য নিয়ে আমার একটা ব্যক্তিগত ধারণা আছে। সেটা হল, ম্যাট মনে হয় অ্যাভেঞ্জার্স কমিক্সের  গল্পে  যেভাবে রিড রিচার্ডসের ভূমিকা দেখানো হয়েছে, সেই নিয়ে কথা বলছিলেন। ” অর্থাৎ, কমিক বইয়ের কনটেক্সটে যা হয়েছে, তা সিনেমায় হবে—এমন কোনও নিশ্চয়তা নেই।

“আমি সত্যিই জানি না”— ছবির স্পয়লার লুকাতে নয়, বরং তাঁর কাছে ছবির চিত্রনাট্য অজানাই হরেদরে বোঝালেন পেড্রো। অনেক সময়েই অভিনেতারা ছবি রিলিজের আগে স্পয়লার লুকাতে নানা কথা বলেন। কিন্তু প্যাসকেল স্পষ্ট জানিয়ে দেন— “আমি সত্যিই বলছি। বিশ্বাস করুন, স্পয়লার্স এড়াতে এমনটা বলছি, তা কিন্তু একেবারেই নয়। দর্শকের কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে।” অর্থাৎ তাঁর কথা থেকেই সাফ, এই ভুল বোঝাবুঝির পেছনে কোনও প্রচারমূলক চালাকি নেই, বরং একটি ভুল ব্যাখ্যা থেকেই গুঞ্জন ছড়িয়েছে।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে দেখা যাবে কাদের? ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, যেখানে পেড্রো প্যাসকেল ফিরছেন রিড রিচার্ডস ওরফে মিঃ ফ্যান্টাস্টিক হিসেবে। আর তাঁর সঙ্গে থাকছেন:

ভেনেসা কার্বি

জোসেফ কুইন

এবন মস-বাচরাক

এই ফ্যান্টাস্টিক ফোর টিম-কে এবার অ্যাভেঞ্জার্সদের বাকি সদস্যদের সঙ্গে জোট বেঁধে লড়াই করতে হবে এক ভয়ংকর শত্রুর বিরুদ্ধে।

এমসিইউ-তে রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন, তবে টুইস্টে ভরা চরিত্রে! সবচেয়ে বড় চমক—রবার্ট ডাউনি জুনিয়র ফিরে আসছেন মার্ভেল ইউনিভার্সে-এ, তবে আয়রন ম্যান হিসেবে নয়! এবার তিনি রূপ নিচ্ছেন ডঃ ভিক্টর ভন ডুম-এর ভূমিকায়— যে এমসিইউ-র ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ভিলেন হিসেবে। আর এই অ্যাভেঞ্জার্সদের যুদ্ধের মঞ্চে রিড রিচার্ডসের উপস্থিতি যে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই যায়।