টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
পবিত্রার বাগদান
ভালবাসা আবার কড়া নাড়ছে পবিত্রা পুনিয়ার দরজায়, আর এবার মনে হচ্ছে এটি চিরস্থায়ী হতে চলেছে! ‘বিগ বস ১৪’ খ্যাত এই অভিনেত্রী, যিনি আগে ইজাজ খানের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ও পরবর্তী বিচ্ছেদের কারণে শিরোনামে এসেছিলেন, এবার খুঁজে পেয়েছেন তাঁর জীবনের সঙ্গীকে। পবিত্রা এখন মুম্বই-ভিত্তিক এক ব্যবসায়ীর সঙ্গে বাগদান সেরেছেন, এবং সূত্রের খবর অনুযায়ী দু’জনেই একে অপরের প্রেমে পুরোপুরি ডুবে আছেন। অতীতের উত্থান-পতনের পর, মনে হচ্ছে অবশেষে পবিত্রা খুঁজে পেয়েছেন তাঁর ‘হ্যাপিলি এভার আফটার’-এর মুহূর্ত।
প্রতিবেদন অনুযায়ী, পবিত্রা বর্তমানে এক মুম্বইয়ের ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং দু’জনেই একসঙ্গে সময় কাটাচ্ছেন। বুধবার তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যায় তাঁর হবু স্বামী সমুদ্রতীরে রোমান্টিকভাবে প্রস্তাব দিচ্ছেন। ছবির ক্যাপশনে পবিত্রা লিখেছেন, ‘এক বন্ধনে আবদ্ধ। ভালবাসাই দিল শিলমোহর।’
অভিনেত্রী তাঁর হবু স্বামীর মুখ প্রকাশ করেননি। সব সময়ের মতোই তাঁকে দারুণ সুন্দর দেখাচ্ছিল লাল গাউনে, আর তাঁর হাতে ঝলমল করছিল বিশাল একটি হিরের আংটি।
দুয়ার আদুরে নাম
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং অবশেষে তাঁদের কন্যা দুয়ার মুখ সকলের সামনে আনলেন। দীপাবলির শুভক্ষণে এই তারকা দম্পতি ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট শেয়ার করে তাঁদের ছোট্ট রাজকন্যার সঙ্গে পরিবারের কিছু মিষ্টি ছবি প্রকাশ করেন। ছবিগুলিতে দীপিকা এবং রণবীরকে দেখা যায় মুখে ঝলমলে হাসি নিয়ে কন্যাকে কোলে তুলে ক্যামেরার সামনে পোজ দিতে। উৎসবের পোশাকে পরিবারের এই প্রথম একসঙ্গে ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় ভরে ওঠে ভালোবাসা এবং শুভেচ্ছায়।
তবে ভক্তদের হৃদয় ছুঁয়ে যায় দীপিকার বোন অনিশা পাড়ুকোনের ভালবাসায় ভরা মন্তব্যটি, যা তিনি দিদির পোস্টের নিচে লিখেছিলেন।
দীপিকার দীপাবলি পোস্টের নিচে অনিশা লিখেছেন, ;আমার হৃদয়ের ছোট্ট টুকরো, আমার টিঙ্গু।’ এই আদুরে বার্তাটি মুহূর্তেই সকলের নজর কাড়ে। ভক্তরা যেমন ভালবাসায় ভরিয়ে দেন মন্তব্য বিভাগ, তেমনি বলিউডের তারকারাও শুভেচ্ছা জানান নবদম্পতিকে ও তাঁদের কন্যা দুয়াকে।
ছবিটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, এবং আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফ-সহ একাধিক তারকা মন্তব্য করে শুভেচ্ছা জানান দীপিকা-রণবীর এবং তাঁদের একরত্তি মেয়েকে।
ফের সলমন-গোবিন্দা জুটি
একাধিক ব্যর্থতার পর দীর্ঘদিন পর্দার বাইরে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। তবে এবার তিনি ফিরছেন অভিনয়ে — এমনই ইঙ্গিত মিলেছে সম্প্রতি সম্প্রচারিত ‘বিগ বস’-এর ‘উইকএন্ড কা বার’ পর্বে। শোয়ের সেই এপিসোডে সলমন খান, গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজার উপস্থিতিতে ঘোষণা করেন যে তাঁর পরবর্তী ছবিতে গোবিন্দা তাঁর সঙ্গে কাজ করবেন।
এই মন্তব্য থেকেই জোরালো ইঙ্গিত মিলেছে যে সলমনের আসন্ন চলচ্চিত্র ‘ব্যাটল অব গালওয়ান’-এ দেখা যেতে পারে গোবিন্দাকে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম প্রকাশ করেননি, তবে সূত্রের দাবি, এই প্রজেক্টটি হতে পারে ‘ব্যাটল অব গালওয়ান’, যেখানে সলমনের সঙ্গে গোবিন্দাকে দেখা যাবে দীর্ঘদিন পর একই পর্দায়।
গোবিন্দা, যিনি বিগত কয়েক বছর ধরে পর্দা থেকে দূরে রয়েছেন, এই ছবির মাধ্যমে তাঁর কামব্যাক করতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। সলমনের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তাঁদের জুটি নিয়ে ভক্তদের আগ্রহ দেখে বোঝা যাচ্ছে এই যুগলবন্দি নিঃসন্দেহে বলিউডের অন্যতম প্রতীক্ষিত মুহূর্ত হয়ে উঠবে।
