সংবাদ সংস্থা মুম্বই: পরতে পরতে ধুন্ধুমার মজাদার কাণ্ডকারখানা  আর দমফাটানো হাসির গল্প নিয়ে তৈরি হেরা ফেরি সিরিজ। সেই সিরিজের নয়া ছবিতে ‘বাবুরাও’ থাকবেন না—ভাবতেই কষ্ট হচ্ছে দর্শকদের। ‘হেরা ফেরি ৩’–র আনুষ্ঠানিক ঘোষণার পর রীতিমতো উৎসবে মেতেছিলেন হিন্দি ছবিপ্রেমীরা। রাজু-শ্যাম-বাবুরাও-র কিংবদন্তি ত্রয়ীর কমেডি ফেরত আসছে এই খবরে সোশ্যাল মিডিয়া যেন সুনামি উঠেছিল। কিন্তু হঠাৎই ছন্দপতন। রীতিমতো ঘোষণা করে ‘বাবুরাও’ অর্থাৎ পরেশ রাওয়াল সরে দাঁড়ালেন ‘হেরা ফেরি ৩’–থেকে।

 

কারণ? সম্ভবত পরিচালক-অভিনেতার মধ্যে ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’। সূত্র জানিয়েছে—পরেশজি ও নির্মাতাদের মধ্যে সৃজনশীল বিষয়ে মতবিরোধ হয়। সেই কারণেই তিনি ছবিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।” এই ঘটনাকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়ায় নানা মিম, জল্পনা-কল্পনা ঘুরছে। এই হইচইয়ের মাঝেই শোনা গিয়েছে ‘নো এন্ট্রি ২’ থেকে পিছু হটেছেনন দিলজিৎ দোসাঞ্জ! 

 

তবে এবার কিন্তু স্পষ্ট বক্তব্য দিলেন সে ছবির প্রযোজক বনি কাপুর। এক সাক্ষাৎকারে তিনি বলেন— “হ্যাঁ, ডেটের সমস্যা রয়েছে, কিন্তু ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’ একেবারেই নয়। এই খবর সম্পূর্ণ ভুল। আমরা ডেট ম্যানেজ করার চেষ্টা করছি।” 

 

তৃতীয় ধাক্কা এসেছে বহুল প্রতীক্ষিত ‘বর্ডার ২’ থেকে। এক সূত্র জানায়, আয়ুষ্মান খুরানার সঙ্গে বেশ খানিকটা কথাবার্তা হয়েছিল। তাঁকে এই ছবিতে এক সৈনিকের চরিত্রে ভাবা হচ্ছিল। আয়ুষ্মান নিজেও নাকি দারুণ আগ্রহী ছিলেন, নির্মাতারাও ভীষণভাবে চাইছিলেন তাঁকে। কিন্তু ছবিটি সানি দেওল-কেন্দ্রিক, সেই জায়গায় দাঁড়িয়ে আয়ুষ্মান এই ছবিতে নিজের চরিত্র নিয়ে দ্বিধায় ছিলেন,অতএব...।

 

অর্থাৎ সহজ কথায়, বলিউডে এখন তারকারা যত না ছবির চিত্রনাট্যে মন দিচ্ছেন, তার চেয়ে বেশি ঝড় তুলছেন ‘ছবি থেকে সরে দাঁড়ানো’ নিয়েই! আর হ্যাঁ, ‘হেরা ফেরি ৩’–তে যদি বাবুরাও না থাকেন, তবে এই ছবির ভবিষ্যৎ নিয়ে সত্যিই বলতে হয়... “উও তো গয়া”!