'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে অন্যরকম গল্পের জন্য। আর এবার সেই গল্পে যেন পরতে পরতে চমক দেখা যাচ্ছে। তটিনী কী দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত, নাকি ষড়যন্ত্রের শিকার? এই প্রশ্নের উত্তরই যেন এবার মিলবে। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের সেখানে দেখা যাচ্ছে একটি ঘরে বিজিত সহ সকলে উপস্থিত রয়েছে। রয়েছে পরশুরামও। সেখানেই এক ভাড়াটে খুনিকে ধরে পরশুরাম জানায় এরা যতই ভান করুক, এরা বিজিতকে মারতে পারবে না, কারণ সেই ওদেরকে টাকা দিয়ে রেখেছে খুন করার জন্য। সবার সামনেই বিজিতের আসল রহস্য ফাঁস করে দেয় সে। 

কিন্তু যে তটিনীকে বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি নিল পরশুরাম সেটা কি আদৌ পূরণ হবে? কারণ একটি ঘরে তটিনীকে ঢুকিয়ে দরজা দিয়ে দেওয়া হয়। যদিও পরশুরাম গায়ের জোরে সেই দরজা ভেঙে ভিতরে ঢোকে। কিন্তু কোন দৃশ্য দেখবে ভিতরে এসে? আদৌ নায়িকাকে বাঁচাতে পারবে? 

প্রসঙ্গত কিছুদিন আগেই এই ধারাবাহিকের আরও একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছিল যেখানে দেখা গিয়েছিল দুষ্কৃতীদের টিমকে নেতৃত্ব দিচ্ছে তটিনী। বুঝিয়ে দিচ্ছে কী করতে হবে না হবে। আর সেই সময়ই নির্মীয়মান বাড়িতে চলে আসে পরশুরাম এবং তার টিম। ঘিরে নেয় জায়গাটা। তখনই মুখোমুখি হবে নায়ক, নায়িকা। কিন্তু সেখানে নায়ক কিছু করার আগেই গুলিবিদ্ধ হবে তটিনী। এরপর কী ঘটে সেটাই দেখার। তবে কি এখানেই শেষ তটিনীর চরিত্র, নাকি রয়েছে অন্য চমক?

 

প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরে একটানা টিআরপি টপার হচ্ছে এই ধারাবাহিক। শুধু তাই নয়, যবে থেকে শুরু হয়েছে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের পথ চলা তবে থেকেই এটি সেরা পাঁচে থেকেছে। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা অভিনীত এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি রোজ রাত আটটা থেকে সম্প্রচারিত হয়।