চলতি বছর ভালবাসা দিবসে সন্তান আসার সুখবর দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। জুন মাসেই প্রথম সন্তানের মা-বাবা হওয়ার অপেক্ষায় ছিলেন তারকা দম্পতি। অপেক্ষার অবসান হয়েছিল পয়লা জুনেই। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া। ছেলের বাবা হয়েছেন পরমব্রত। এতদিন ছেলের মুখ না দেখালেও এবার একরত্তিকে সামনে আনলেন পরম-পিয়া।
শুক্রবার দেবীপক্ষে ছেলের দুটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন পিয়া। দুটি ছবিতেই দেখা মেলে খুদের। প্রথম ছবিতে একটি হালকা নীল রঙের জামা পরে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় তাঁকে। আর একটি ছবিতে বাবার কোলে মেলে পরম-পুত্রের। দুটি ছবি শেয়ার করে পিয়া তাঁদের ছেলের নামও সকলকে জানান। তিনি ও পরম তাঁদের ছেলের নাম রেখেছেন গানের সুরের নাম নিষাদ।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে পরম-পত্নী পিয়া লেখেন, ‘নিষাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সঙ্গীতের সপ্তম সুর, যাকে দুঃখে স্পর্শ করতে পারে না। ওর ডাক নাম নডি। ও কি আদুরে না?
আরও পড়ুন: পুজোর আগেই শেষ 'কথা'র শুটিং! শেষবার কবে ছোটপর্দায় দেখা যাবে এভি ও কথাকে?
পরম-পিয়ার ছেলের জন্মের খবর প্রথম সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পিয়ার সহকর্মী, প্রখ্যাত মনোবিদ রত্নাবলী রায়। রবিবার পোস্টে রত্নাবলী পিয়াকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'আমরা সকলে অত্যন্ত খুশি। 'জুনিয়র ভাল আছে।'
