টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বিপদের মুখে পাক গায়িকা
বিরাট ক্ষতির মুখে পাক গায়িকা কুরাতুলেন বালুচ। ‘কোক স্টুডিও পাকিস্তান’ শীর্ষক সঙ্গীত অনুষ্ঠানের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর। এ বার ঘুরতে গিয়ে বড় বিপদের মুখে পড়লেন গায়িকা। ক্ষতবিক্ষত হল হাত। ৪ সেপ্টেম্বর দেওসাই জাতীয় উদ্যানে বেড়াতে যান তিনি। সেখানে নিজের তাঁবুতে ঘুমোচ্ছিলেন গায়িকা। আচমকাই এক ভালুকের আক্রমণ। হাত একেবারে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে গায়িকার। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। হাড় ভাঙেনি, তবে শরীরের বিভিন্ন অংশে যে ক্ষত হয়েছে তা সারতে সময় লাগবে বলেই জানানো হয়েছে গায়িকার টিমের তরফ থেকে। এমন বিপদের দিনে তাঁর গোপনীয়তা রক্ষা হোক, এমনটাই আবেদন করা হয়েছে তাঁর টিমের তরফে।
'বাবলু' হবেন জিতেন্দ্র!

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবার আসছে বড়পর্দায়। আর এই ছবিতেই ঘটতে চলেছে বড় চমক। সিরিজে ‘বাবলু পাণ্ডিত’-এর ভূমিকায় যিনি দর্শকের মন জয় করেছিলেন, সেই বিক্রান্ত ম্যাসি এবার আর ফিরছেন না। তাঁর পরিবর্তে এই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জিতেন্দ্র কুমার-কে। বিক্রান্ত সিরিজের প্রথম সিজনেই 'বাবলু'র চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু চরিত্রটির আকস্মিক মৃত্যুর কারণে তিনি সিনেমায় আবার ফিরতে চাননি। তাই নির্মাতারা নতুন মুখ খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত জিতেন্দ্র কুমারকে বেছে নেন। জিতেন্দ্র কুমার ইতিমধ্যেই ‘পঞ্চায়েত’ এবং ‘কোটা ফ্যাক্টরি’র মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। শান্ত, বুদ্ধিদীপ্ত এবং বাস্তবসম্মত অভিনয় করার ক্ষমতার জন্যই তাঁকে বাবলুর ভূমিকায় উপযুক্ত মনে করছেন নির্মাতারা। জানা গিয়েছে, ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে।
অবসরে জাকির খান
জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান ঘোষণা করেছেন যে তিনি আপাতত স্টেজ শো থেকে কিছুটা বিরতি নিচ্ছেন। দীর্ঘ এক বছর ধরে শরীরজনিত সমস্যায় ভুগলেও কাজের চাপ সামলাতে গিয়ে তিনি বারবার মঞ্চে উঠেছেন। অবশেষে চিকিৎসক ও পরিবারের পরামর্শে নয়, নিজেই অনুভব করেছেন যে এখন কিছুটা বিশ্রাম নেওয়া জরুরি। জাকির ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন— প্রতিদিন একাধিক শো, রাতজাগা, ভোরবেলার ফ্লাইট আর অনিয়মিত খাবার তাঁর স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। তিনি স্পষ্টই বলেন, “আমি লাইভ শো করতে খুব ভালবাসি, কিন্তু এবার মনে হচ্ছে দেরি হওয়ার আগেই থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ।” তবে বিরতি নিলেও তিনি সম্পূর্ণভাবে দর্শক থেকে দূরে যাচ্ছেন না। চলতি বছরের জনপ্রিয় ট্যুর ‘পাপা ইয়ার’-এর কয়েকটি শো তিনি এখনও করবেন। ইন্দোরে শো হবে না, তবে ভক্তদের জন্য ভোপালে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এই ট্যুর শুরু হবে ২৪ অক্টোবর ২০২৫, চলবে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এই সময় আহমেদাবাদ, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, ভোপাল, উদয়পুর, যোধপুর-সহ একাধিক শহরে অনুষ্ঠান করার কথা রয়েছে তাঁর।
