সঞ্জয় দত্ত আর সুনীল শেট্টি সম্প্রতি কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'–তে অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই ঘটে এক চমকপ্রদ ঘটনা। শো-এর দর্শকসারিতে উপস্থিত এক অনুরাগী মঞ্চে দাঁড়িয়ে জানালেন, তিনি নাকি আজ নিজের স্ত্রী ও প্রেমিকাকে একসঙ্গে নিয়ে এসেছেন! এই অকপট স্বীকারোক্তি শুনে মুহূর্তেই হাসির রোল ওঠে স্টুডিওজুড়ে।

 

 

 

 

 

 

কপিল শর্মা থেকে শুরু করে অর্চনা পুরণ সিং, এমনকী সঞ্জয় দত্ত আর সুনীল শেট্টিও হেসে লুটোপুটি খান। অবাক হয়ে সঞ্জয় দত্ত সরাসরি ওই অনুরাগীর কাছে যান এবং মজার ছলে বলেন, “এটা আপনি কীভাবে করলেন? দয়া করে আমাদেরও শিখিয়ে দিন।” 'সঞ্জু বাবা'র এই প্রতিক্রিয়ায় চারপাশের সবাই হেসে ওঠেন।

 

 

 

শো-এর এই মজাদার মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের প্রতিক্রিয়ার ঝড় বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, “সঞ্জয় দত্ত আর সুনীল শেট্টি হতবাক, কিন্তু ভদ্রলোক বাজিমাত করেছেন।” আরেকজন কৌতুক করে বলেছেন, “এটাই আসল ওয়ার্ক-লাইফ ব্যালান্স।” কেউ আবার মজার ছলে লিখেছেন, “যখন ডেভেলপার মিট করে হ্যাকারকে।” ভক্তরা আরও মন্তব্য করেন—এই এপিসোড নাকি টিআরপির রেকর্ড ভেঙে দেবে।

 

 

 

নেটফ্লিক্সে সম্প্রচারিত 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে। কপিলের সঙ্গে রয়েছেন কিকু শারদা, কৃষ্ণ অভিষেক ও সুনীল গ্রোভার। প্রতি সপ্তাহেই নতুন নতুন তারকা অতিথিদের নিয়ে জমে যায় কপিলের আসর। 

 

 

আরও পড়ুন: কেন 'বাহুবলী' থেকে বাদ পড়েছিলেন শ্রীদেবী? এত বছর পর নেপথ্যের আসল কারণ ফাঁস করলেন বনি কাপুর 

 

অন্যদিকে, সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। ১৯৮৭ সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী রিচা শর্মাকে। তাঁদের কন্যা তৃষালা এখন যুক্তরাষ্ট্রে থাকেন। তবে ১৯৯৬ সালে ব্রেন টিউমারে রিচার মৃত্যু হয়। এরপর ১৯৯৮ সালে তিনি বিয়ে করেন রিয়া পিল্লাইকে, যদিও সেই সম্পর্ক ২০০৮ সালে বিচ্ছেদে গিয়ে শেষ হয়। একই বছর সঞ্জয় দত্ত বিয়ে করেন মান্যতা দত্তকে। তাঁদের দুই সন্তান—শাহরান ও ইকরা।

 

 

 

 

 

 

সম্প্রতি সঞ্জয় দত্তকে দেখা গিয়েছে বাঘি ৪ ছবিতে। এবার তিনি আবারও সুনীল শেট্টির সঙ্গে বড়পর্দায় ফিরছেন 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' নিয়ে। এই ছবিতে অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন, লারা দত্ত-সহ আরও অনেক তারকা রয়েছেন। চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে। এছাড়াও সঞ্জয় দত্ত অভিনীত 'ধুরন্ধর' ছবিটি ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে। ছবিতে মুখ্য চরিত্রে রণবীর সিং। অন্যদিকে সুনীল শেঠি কাজ করছেন 'হেরা ফেরি ৩' ছবিতে।