ভারতের পতাকা উড়িয়ে বিতর্কে জড়ালেন পাকিস্তানের র‍্যাপার তলহা অঞ্জুম! ঘটনাটি ঘটেছে নেপালের কাঠমান্ডুতে এক লাইভ কনসার্টে। অনুষ্ঠান চলাকালীন পাকিস্তানের শিল্পীকে ভারতীয় পতাকা কাঁধে তুলে নিতে দেখা যায়, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। 

জানা গেছে, অনুষ্ঠানের উত্তেজনার মাঝেই এক ভারতীয় ভক্ত তলহাকে পতাকা দেন। যা সম্মানের সঙ্গে গ্রহণ করে মঞ্চে উঁচিয়ে ধরেন এবং পরে কাঁধে জড়িয়ে গান গাইতে থাকেন শিল্পী। আর এই ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় তীব্র বিতর্ক।

পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ফুঁসে ওঠেন নেটাগরিকরা। কারও মতে,“এটি রাষ্ট্রদ্রোহী আচরণ”, আবার কেউ বলেন,“একজন শিল্পী সীমান্তের ঊর্ধ্বে, তাঁর কাজকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়।” সমালোচনার ঝড়ের মাঝেই তালহা আনজুম তাঁর অবস্থান আরও পরিষ্কার করে দেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, “আমার শিল্পের কোনও সীমান্ত নেই। যদি ভারতীয় পতাকা তোলায় সমস্যা হয়, আমি আবারও করব। রাজনৈতিক বিধিনিষেধ আমার কাজ থামাতে পারবে না।”

এই মন্তব্য যেন বিতর্কের উত্তাপ আরও বাড়িয়েছে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক যেখানে বরাবরই চাপানে-উতর চলতে থাকে, সেখানে এক পাকিস্তানি তারকার ভারতীয় পতাকা কাঁধে তোলা যে বিতর্কের জন্ম নেবে তা বলাই বাহুল্য! যদিও এই ঘটনাকে অনেকেই ‘সাহসী সাংস্কৃতিক বার্তা’ হিসেবে দেখছেন। অন্যদিকে, পাকিস্তানের একাংশ বলছেন, “দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।”

প্রসঙ্গত, তলহা অঞ্জুম নতুন প্রজন্মদের অন্যতম মুখ, যিনি পাকিস্তানি উর্দু  র‍্যাপকে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি এনে দিয়েছেন। তাঁর গান ও পারফরম্যান্স বরাবরই পরিচিত সামাজিক বার্তা ও নির্ভীক উপস্থাপনার জন্য। তাই ভারতীয় পতাকা নেওয়ার ঘটনাকেও অনেক ভক্ত সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখছেন। ঘটনার পর ভারতীয় শ্রোতা এবং নেপালের দর্শকেরাও তাঁকে সমাজ মাধ্যমে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। অনেকেই লিখেছেন, “সঙ্গীত মানুষকে এক করে, রাজনীতি নয়।”