সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


ফের ব্যান পাক তারকারা

বৃহস্পতিবার ফের ভারত থেকে দেখা যাচ্ছে না পাকিস্তানের একাধিক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তালিকায় রয়েছেন যমুনা জায়েদি, হানিয়া আমিরের মতো নাম। বুধবার হঠাৎ করেই ভারত থেকে বেশ কিছু পাক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখা যাচ্ছিল। তার মধ্যে ছিলেন হানিয়া আমির, দানিশ তাইমুর, আহাদ রাজা মীরের মতো তারকা। এর পরেই প্রশ্ন উঠছিল, তবে কি ব্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত? যদিও বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।


নায়ক হবেন রাঘব?

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী রাঘব চাড্ডার সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী পরিণীতি চোপড়া বলেন, "ওকে দেখতে এত সুন্দর, সবাই প্রায়ই আমার সঙ্গে রসিকতা করে বলেন যে, ওর সিনেমায় অভিনয় করা উচিত। লোকজন সবসময় এটা বলে আর আমরা হাসি। এই বিষয়টা খুব মিষ্টি, তবে ও ওর যা করার কথা সেটা করছে। ওর লক্ষ্য রাজনীতি এবং ও সবসময় সেই দিকেই এগিয়ে যাবে। রাঘব অত্যন্ত দেশপ্রেমিক এবং দেশের সেবা করতে চায়।" 


শো-এর সঞ্চালনায় টুইঙ্কেল-কাজল


মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার চ্যাট শো-এর সঞ্চালনায় দেখা যাবে বলিউডের দুই অভিনেত্রীকে। অ্যামাজন প্রাইম ভিডিও-তে আসছে একটি জমজমাট চ্যাট শো, যেখানে সঞ্চালনার দায়িত্বে থাকবেন টুইঙ্কেল খান্না ও কাজল। এই শো-এ উপস্থিত থাকবেন শাহরুখ খান, অজয় দেবগণ ও অক্ষয় কুমারের মতো আরও তারকারা।