সংবাদসংস্থা মুম্বই: ভারত ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, মধ্য প্রাচ্যে অসম্ভব জনপ্রিয় শাহরুখ খান। এমনকি, জার্মানি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, মিশরেও শাহরুখের ভক্তকুলের সংখ্যা তাক লাগিয়ে দেওয়ার মতো। 'কিং খান'-এর অভিনয়ের নিজস্বতাই যে তাঁর এই বিপুল জনপ্রিয়তার অন্যতম কারণ তা নিয়ে কোনও সন্দেহ নেই সমালোচকমহলে। তবে এবার খোদ শাহরুখের বিরুদ্ধে উঠল অভিনয় নকল করার অভিযোগ! অভিযোগকারীর নাম? পাকিস্তানের বর্ষীয়ান মঞ্চ অভিনেতা তৌকির নাসির। তৌকিরের দাবি, শাহরুখ তাঁর অভিনয় সরাসরি টুকেছেন এবং তার জন্য কোনওরকম ধন্যবাদ জানিয়ে তাঁর নাম পর্যন্ত উল্লেখ করেননি!
ইউটিউব চ্যানেলে 'জবরদস্ত উইথ ওয়াসি শাহ' নামের একটি টক শোতে এই দাবি শোনা গেল তৌকির নাসিরের মুখে। বর্ষীয়ান অভিনেতার কথায়, " করণ জোহরের 'কভি আলবিদা না কহেনা' ছবিতে শাহরুখ খান অভিনীত চরিত্রটি পুরোপুরি আমার অভিনীত নাটক 'পরওয়াজ' থেকে টোকা। এমনকি সারা ছবিতে তাঁর যে খুঁড়িয়ে হাঁটা, সেটাও ওই নাটকে আমার অভিনীত চরিত্র থেকে স্রেফ ঝেঁপে দিয়েছেন তিনি।শাহরুখ খান একজন দুর্দান্ত অভিনেতা। কিন্তু কোনওদিনও আমার প্রাপ্য সম্মানটুকু তিনি দেননি। ধন্যবাদটুকু পর্যন্ত জানাননি"।
করণ জোহরকেও একহাত নিয়েছেন এই বর্ষীয়ান পাকিস্তানি অভিনেতা। পরিচালকের বিরুদ্ধে তাঁর অভিযোগ-" 'কভি অলবিদা না কহেনা' ছবির মূল গল্প তো অবিকল আমার নাটক 'পারওয়াজ'-এর। সেই নাটকের গল্প লিখেছিলেন প্রখ্যাত পাকিস্তানি লেখক মুস্তানসর হুসেন তরার। করণ জোহর কোথাও একটিবারের জন্য এই নাটকটির নাম উল্লেখ করেননি। আমাদের উদ্দেশ্য ধন্যবাদজ্ঞাপনও করেননি"।
স্বভাবতই এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরপরই শোরগোল উঠেছে সমাজ মাধ্যমে। শুরু হয়েছে জল্পনা। তবে এখনও পর্যন্ত বর্ষীয়ান পাকিস্তানি মঞ্চ অভিনেতার এই অভিযোগের পাল্টা জবাব আসেনি করণ জোহর কিংবা শাহরুখ খানের তরফে।
ইউটিউব চ্যানেলে 'জবরদস্ত উইথ ওয়াসি শাহ' নামের একটি টক শোতে এই দাবি শোনা গেল তৌকির নাসিরের মুখে। বর্ষীয়ান অভিনেতার কথায়, " করণ জোহরের 'কভি আলবিদা না কহেনা' ছবিতে শাহরুখ খান অভিনীত চরিত্রটি পুরোপুরি আমার অভিনীত নাটক 'পরওয়াজ' থেকে টোকা। এমনকি সারা ছবিতে তাঁর যে খুঁড়িয়ে হাঁটা, সেটাও ওই নাটকে আমার অভিনীত চরিত্র থেকে স্রেফ ঝেঁপে দিয়েছেন তিনি।শাহরুখ খান একজন দুর্দান্ত অভিনেতা। কিন্তু কোনওদিনও আমার প্রাপ্য সম্মানটুকু তিনি দেননি। ধন্যবাদটুকু পর্যন্ত জানাননি"।
করণ জোহরকেও একহাত নিয়েছেন এই বর্ষীয়ান পাকিস্তানি অভিনেতা। পরিচালকের বিরুদ্ধে তাঁর অভিযোগ-" 'কভি অলবিদা না কহেনা' ছবির মূল গল্প তো অবিকল আমার নাটক 'পারওয়াজ'-এর। সেই নাটকের গল্প লিখেছিলেন প্রখ্যাত পাকিস্তানি লেখক মুস্তানসর হুসেন তরার। করণ জোহর কোথাও একটিবারের জন্য এই নাটকটির নাম উল্লেখ করেননি। আমাদের উদ্দেশ্য ধন্যবাদজ্ঞাপনও করেননি"।
স্বভাবতই এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরপরই শোরগোল উঠেছে সমাজ মাধ্যমে। শুরু হয়েছে জল্পনা। তবে এখনও পর্যন্ত বর্ষীয়ান পাকিস্তানি মঞ্চ অভিনেতার এই অভিযোগের পাল্টা জবাব আসেনি করণ জোহর কিংবা শাহরুখ খানের তরফে।
