সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম পাওয়ার কাপল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। বড়পর্দায় তাঁদের সাফল্য যেমন ঈর্ষণীয়, তেমনই তাঁদের ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহলের শেষ নেই। ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই বারবার চর্চায় এসেছে এই তারকা দম্পতির সম্পর্ক। আর গত কয়েক মাস ধরে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়া থেকে চায়ের আড্ডায়। ।
শেষমেশ সেই জল্পনায় ছাই ঢাললেন ঐশ্বর্য-ই। ১৮তম বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে শেয়ার করলেন স্বামী অভিষেক এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে একটি দারুণ হাসিমুখের ছবি। তিনজনেই সাদা পোশাকে, হালকা মুডে, পরিবারের শান্ত, সুখী মুহূর্ত। ক্যাপশন? শুধুই একটি সাদা হৃদয় ইমোজি—যার অর্থ ‘বিশুদ্ধ ভালোবাসা’।
এই ছবি যদিও নতুন নয়—২০২৪ সালের নভেম্বরে একবার পোস্ট করা হয়েছিল, তবু এই সময় ছবিটি নতুন করে শেয়ার করার ইঙ্গিত স্পষ্ট: ‘আমরা একসঙ্গেই আছি’। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে এই পোস্ট যেন একেবারে এক চুপচাপ অথচ তীব্র জবাব।
নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। কেউ লিখলেন, “কে ছিল যে ডিভোর্সের গল্প ছড়াচ্ছিল?”—আবার কেউ ঠাট্টা করে বললেন, “এবার তো প্রমাণ হয়ে গেল—বিচ্ছেদ হচ্ছে না। সবাই শুধু কল্পনা করতেই ব্যস্ত।”
এই পোস্টের ঠিক আগেই এক আত্মীয়ের বিয়েতে ঐশ্বর্য, অভিষেক ও আরাধ্যাকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল। সেই ভিডিওয় ‘কজরা রে’ গানে অভিষেকের সঙ্গে নাচের স্টেপ মিলিয়ে দিচ্ছিলেন ঐশ্বর্য-ই—যে গানেই তাঁদের প্রেম ফুটেছিল পর্দায়, সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চনও।
এই ছবি ও ভিডিও যেন বলছে—কথা যতই উঠুক, সম্পর্কটা কিন্তু দিব্যি চলছে। এবং তা একটুও ক্যামেরার জন্য নয়—এটা হৃদয়ের জন্য।
