নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (NABC) ২০২৬ ফিরছে আরও বৃহৎ আয়োজন নিয়ে। আরও বিস্তৃত পরিসরে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ বাৎসরিক মিলনমেলা হিসাবে পরিচিত এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত। নিউ ইয়র্কের ঐতিহাসিক ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টারে চার দিন ধরে চলবে এই আন্তর্জাতিক উৎসব। উত্তর আমেরিকা-সহ বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার থেকে ছ’হাজার বাঙালির সমাগম হবে বলে মনে করা হচ্ছে।
বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার এক সংযোগস্থল হয়ে ওঠে এনএবিসি। যেখানে দেশ ও ভাষার সীমানা ছাপিয়ে একত্রিত হয় বিশ্ববাঙালি সমাজ। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এনএবিসি ২০২৬ হতে চলেছে আরও বর্ণাঢ্য, এবং স্মরণীয় এক উৎসব।
এনএবিসি-র প্রেসিডেন্ট অশোক রক্ষিত বলেন, “আমাদের পূর্বসূরীরা এই অনুষ্ঠান শুরু করেছিলেন। আমরা সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছি। সকলের প্রচেষ্টাতেই অনেক বাধাবিপত্তি পেরিয়ে এই অনুষ্ঠানটি হয়। ১৯৯৫ সালের পর থেকে এনএবিসি আরও বৃহৎ এক সমাগমে পরিণত হয়। আমরা চেষ্টা করি বাঙালিদের নিয়ে খুব সুন্দর করে এই সম্মেলন করতে। বিভিন্ন বছর নানা শিল্পীদের এখানে নিয়ে আসার চেষ্টা থাকে। নতুন প্রতিভাদের তুলে ধরারও চেষ্টা করি আমরা। এই সম্মেলনের জন্য আমেরিকার মানুষরাও মুখিয়ে থাকেন।”
সম্মেলনের কনভেনার অশোক আওন মনে করেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে টালমাটাল পরিস্থিতি থাকলেও তার প্রভাব পড়বে না নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে। তাঁর কথায়, “আমি জানি, এই নিয়ে কোনও সমস্যা হবে না। কঠিন পরিস্থিতি কেটে যাবে। এবার গানবাজনার সঙ্গে আমার বইমেলারও আয়োজন করেছি। ১০ থেকে ১৫ জন প্রকাশক আসবেন কলকাতা থেকে।”
উদ্যোক্তাদের মতে, নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স শুধুমাত্র একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের আবেগের মহামিলন। এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রতিনিধিরা আসবেন কানাডা, ইউকে, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। ফলে, এনএবিসি ২০২৬ হয়ে উঠতে চলেছে বাঙালির এক বিশ্বব্যাপী সাংস্কৃতিক মিলনক্ষেত্র। প্রবাসে থেকেও বাঙালি সংস্কৃতির স্পন্দনকে জীবন্ত রাখার যে প্রয়াস, এই সম্মেলন তারই এক উজ্জ্বল উদাহরণ। আগামী জুলাইয়ে নিউ ইয়র্কে বসতে চলেছে বিশ্ববাঙালির সেই মহোৎসব, যা দীর্ঘদিন ধরে স্মৃতিতে রয়ে যাবে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালির।
