নিজস্ব সংবাদদাতা: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বহুরূপী' নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ননিচোরা দাস বাউলের কন্ঠে ছবির গান 'শিমুল পলাশ' বাহবা পেয়েছে এ আর রহমানের থেকেও। এই গানে শিবপ্রসাদ ও কৌশানী মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে নতুন দাম্পত্য উদ্যাপনে।
অন্যদিকে ছবির গান 'আজ সারা বেলা'য় রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী৷ গানে এই জুটির কেমিষ্ট্রি জমে ক্ষীর৷ অনুপম রায়ের কথায় এবং সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল৷
দুই 'বহুরূপী' জুটিকে ঘিরেই দর্শক মনে কৌতূহল তৈরি হয়েছে। এবার একসঙ্গে দুই জুটি প্রথমবার দর্শকের সামনে ধরা দিলেন। মুক্তি পেল ছবির আরও একটি গান 'তুই আমার হয়ে যা'। বনি চক্রবর্তীর পরিচালনায়, অর্ণব দত্ত ও শ্রেষ্ঠা দাসের কন্ঠে এই গানেই নতুন রূপে ধরা দিলেন আবির-ঋতাভরী ও শিবপ্রসাদ-কৌশানীর জুটি।
গানের মন ভোলানো সুরে প্রেম যেন আরও সহজ হয়ে উঠেছে। সম্পর্কের জটিলতাকে দূরে সরিয়ে এক সরলতা ফুটে উঠেছে ছবির গানে। দাম্পত্যের মিষ্টি মুহূর্ত থেকে শুরু করে একে অপরকে না বলা কথাগুলো যেন প্রজাপতির ডানায় ভর দিয়ে উড়ে গিয়েছে। কখনও আবিরের গরম চায়ে ফুঁ দিয়ে ঋতাভরীকে খাওয়ানো, কখনও আবার শিবপ্রসাদের চুলে কৌশানীর বিলি কেটে দেওয়ার মুহুর্ত, স্পষ্ট প্রেমের ছবি ফুটে উঠেছে এই গানে। দুই জুটির থেকেই চোখ ফেরানো দায়।
প্রসঙ্গত, এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি। ৮ অক্টোবর, 'উইন্ডোজ প্রোডাকশন'-এর ব্যানারে মুক্তি পেতে চলেছে ছবিটি।
