নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’-তে বর্ষার মায়ের চরিত্রে প্রথম দেখা গিয়েছিল বহু বছর পর ছোটপর্দায় ফেরা অপর্ণা ভট্টাচার্যকে। নেতিবাচক চরিত্রে এই কামব্যাকেই প্রশংসায় ভরিয়েছিলেন দর্শক। কিন্তু আচমকাই সেই চরিত্রে এল মুখ বদল—এবার থেকে বর্ষার মায়ের চরিত্রে দেখা যাবে অনিন্দিতা রায়চৌধুরীকে।‘তেঁতুলপাতা’-তে ইতিমধ্যেই অভিনয় করছেন অনিন্দিতা, এবার তালিকায় যোগ হল ‘চিরসখা’। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন?
অপর্ণা নিজেই জানিয়েছেন, ‘‘ব্যক্তিগত কারণে ধারাবাহিক থেকে সরে আসতে হয়েছে। কিছুদিনের জন্য শহরের বাইরে থাকতে হচ্ছে আমাকে, যার ফলে শুটিংয়ের সময় মেলানো কঠিন হচ্ছিল। তাই সবার সঙ্গে আলোচনা করেই চরিত্রটা ছেড়ে দিলাম।’’ তবে এই বিদায় চিরস্থায়ী নয় বলেই জানান অপর্ণা, আশা করছেন খুব তাড়াতাড়িই ফিরবেন নতুন কোনও চরিত্রে।
অন্যদিকে, অনিন্দিতা রায়চৌধুরীর জন্য এই চরিত্র পাওয়াটা সহজ ছিল না—কারণ কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। মাত্র ২ মাসের মাথায় ফিরেছেন ‘তেঁতুলপাতা’-তে, তারই মাঝে নতুন চ্যালেঞ্জ ‘চিরসখা’।
কীভাবে সামলাচ্ছেন এই দুই ধারাবাহিক আর নতুন মাতৃত্ব?
অনিন্দিতা জানিয়েছেন, ‘‘প্রযোজনা সংস্থা আর পরিবারের সহযোগিতা না পেলে কিছুই সম্ভব হত না। আমার সুবিধেমতো ডেট দেওয়া হচ্ছে, সেটাই বড় ভরসা।’’ সেইসঙ্গে বললেন, ‘‘লীনাদির সঙ্গে এক বছর পর আবার কাজ করছি। অপর্ণা যেভাবে চরিত্রটা করেছেন সেটা সম্মানের, আমি আমার মতো করে জায়গাটা ধরার চেষ্টা করব। নেতিবাচক চরিত্রে আমি এখন বেশি কাজ করছি, কিন্তু প্রতিটা চরিত্র যেন আলাদা করে দর্শকের মনে থেকে যায়, সেটাই চাই।’’
সংসার, সন্তান আর অভিনয়—তিন দিকই যেভাবে সামলাচ্ছেন অনিন্দিতা, তার নেপথ্যে আছে একগুচ্ছ ভালোবাসা, ভরসা আর পরিশ্রম। দর্শক এবার অপেক্ষায়, নতুন ‘বর্ষার মা’ অনিন্দিতাকে ঠিক কতটা আপন করে নেন তাঁরা।
