সংবাদসংস্থা মুম্বই: গোবিন্দা ও সুনীতার দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে! বছরের শুরুতেই এমন গুঞ্জন রটেছিল বলিপাড়ার অন্দরে। তবে এই খবরকে ভুয়ো বলে দাবি করেন সুনীতা। জানান, গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। কোনও তৃতীয় ব্যক্তি কিংবা অন্য কোনও কারণে কখনওই গোবিন্দাকে ছেড়ে যাবেন না তিনি। এই গুঞ্জনকে এখন দূরে সরিয়ে নতুন অবতারে ধরা দিলেন গোবিন্দা।
সমাজমাধ্যমে একটি ভিডিও নিজেই ভাগ করেছেন তিনি। আপাদমস্ত কালো পোশাক, চোখে ম্যাচিং রোদচশমা আর সব কিছুর মাঝে নজর কেড়েছে গোবিন্দার গোঁফ। যা দেখে রীতিমতো অবাক তাঁর অনুরাগীরা। একদিকে যখন গোবিন্দার নতুন লুক নিয়ে চর্চা ঠিক সেই সময় আরও একটি ভিডিও ঘিরে একেবারে তোলপাড় নেটপাড়া। বিমানে গোবিন্দার পাশে বসে থাকা এক তরুণীর কাঁধে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন অভিনেতা! ভিডিও ছড়াতেই নিমেষে তা ভাইরাল।
যদিও ওই ভিডিওটি নেটিজেনরা মোটেই খুব একটা ভাল নজরে দেখছেন না। ৬১ বছর বয়সী অভিনেতা সম্ভবত একটি নিজস্বী ভিডিও রেকর্ড করেছেন। সেখানেই তরুণীর কাঁধে হালকা করে মাথা রেখে বিশ্রাম নেওয়ার মুহূর্তটা লেন্সবন্দি করেছেন গোবিন্দা। ভিডিও দেখে নেটনাগরিকদের অনেকেই মনে করছেন গোবিন্দার এইরকম আচরণে অস্বস্তিতে পড়েছেন ওই তরুণী।
ভিডিওতে এক নেটিজেন মন্তব্য করেছেন, 'এটা কী হচ্ছে? কে এই তরুণী?' অপর একজন অভিনেতাকে 'অসভ্য নম্বর ওয়ান' বলে দাগিয়ে দিয়েছেন। যদিও ওই তরুণীর পরিচয় এই বিতর্কের পরেও প্রকাশ্যে আনেননি গোবিন্দা।
