বলি গায়িকা নেহা কক্কর আবারও সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে আর সেই সঙ্গে পড়েছে বিতর্কের আগুনে ঘি। সম্প্রতি একটি লাইভ স্টেজ পারফরম্যান্সের ভিডিও ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গেছে জোরদার তরজা। কেউ বলছেন ‘আত্মবিশ্বাসে ভরপুর’, আবার কেউ সরাসরি প্রশ্ন তুলছেন, স্টেজ শো-এর নামে এই অতিরিক্ত যৌনগন্ধী ব্যাপার ছড়ানো কি আদৌ প্রয়োজন?
ভাইরাল ক্লিপটি ধরা পড়েছে এক হাই-এনার্জি কনসার্ট থেকে। মঞ্চের চারদিক জুড়ে উজ্জ্বল গোলাপি আলো, জোর আওয়াজ আর তীব্র সুর! ঠিক তার মাঝেই শরীরচাপা লেপার্ড-প্রিন্ট আউটফিটে নেহা। ব্রালেট, ফ্রিঞ্জড মিনি স্কার্ট আর থাই-হাই বুটে তাঁর পোশাক থেকে ফুটে বেরোচ্ছে শরীরী চাঁদের হিল্লোল। লম্বা ব্লন্ড ঢেউ খেলানো চুল ঝাঁকিয়ে, ঝুঁকে পড়ে, গানের তালে তালে শরীরী মুভে নেহা যেন স্পষ্টভাবেই পারফরম্যান্সের ‘মুড’ ঠিক করে দিচ্ছেন।
তবে ভিডিওটির সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন নেহা স্টেজেই একটি জলের বোতল তুলে নিজের শরীরের ওপর ঢেলে দেন। আরও ভাল করে বললে, নিজের বক্ষবিভাজিকার উপর! বুকের উপর থেকে জল গড়িয়ে পড়তেই এক হাতে হাত তুলে নাচ চালিয়ে যান তিনি। এই দৃশ্যই নেটদুনিয়ায় সবচেয়ে বেশি নজর কেড়েছে। বহু দর্শকের মতে, এই কোরিওগ্রাফি গানের চেয়ে বেশি করে সামনে এনেছে শরীরসর্বস্ব বিষয়, তীব্র যৌনগন্ধী বিষয়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Neha Kakkar (@nehakakkar)
তবে তাতে নেহা-সমর্থকরা কিন্তু এক মুহূর্ত দমেননি। কমেন্ট বক্স ভরে উঠেছে আগুন, আগুন ইমোজি আর প্রশংসায়। কারও মতে, “অদম্য নেহা-এনার্জি”, কেউ লিখেছেন, “মঞ্চে কী দাপট!” একাধিক প্ল্যাটফর্মে মিলিয়ে ভিডিওর ভিউ ছাড়িয়েছে ১ কোটির গণ্ডি।
কিন্তু প্রশংসার পাশাপাশি এসেছে তীব্র সমালোচনাও। অনেকেই এই পারফরম্যান্সকে ‘নোংরা’, ‘কুৎসিত’, ‘ওভার দ্য টপ’ বলে দাগিয়েছেন। কারও অভিযোগ, ভাইরাল হওয়ার জন্য নেহা ইচ্ছাকৃতভাবেই সীমা ছাড়াচ্ছেন। একটি মন্তব্য তো রীতিমতো আগুন ধরিয়েছে নেটপাড়ায়, “সুরের রানি থেকে এটরকম পর্যায় নেমে আসা? ” কেউ আবার আক্ষেপ করে লিখেছেন, “একজন ভাল গায়িকা হিসেবে নিজের ব্যক্তিত্ব নিজেই নষ্ট করছেন নেহা।”
তবে এই বিতর্ক নতুন নয়। অতীতেও মঞ্চে নেহা কক্কর সাহসী, বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন।তাঁর বেলি ডান্স নিয়ে আলোচনা হয়েছে। তিনি বরাবরই একটি প্লেফুল, সাহসী ইমেজকে নিজের মতো করে সামলে এসেছেন। সাম্প্রতিক পারফরম্যান্স সেই ধারারই এক ধাপ এগোনো সংস্করণ যেখানে স্টেজ প্রেজেন্স আর ব্যক্তিগত এক্সপ্রেশন একসঙ্গে ধাক্কা খাচ্ছে সমাজের রুচিবোধে।
ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি আত্মপ্রকাশের স্বাধীনতা না কি মূলধারার বিনোদনে ক্রমবর্ধমান শরীরসর্বস্বতার আরও একটি উদাহরণ? উত্তর যাই হোক, আপাতত নেহা কক্করের ভিডিও ঘুরছে, বিতর্ক জ্বলছে আর পাশাপাশি নেটদুনিয়া দু’ভাগে ভাগ হয়ে রইল।