বলি গায়িকা নেহা কক্কর আবারও সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে আর সেই সঙ্গে পড়েছে বিতর্কের আগুনে ঘি। সম্প্রতি একটি লাইভ স্টেজ পারফরম্যান্সের ভিডিও ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গেছে জোরদার তরজা। কেউ বলছেন ‘আত্মবিশ্বাসে ভরপুর’, আবার কেউ সরাসরি প্রশ্ন তুলছেন, স্টেজ শো-এর নামে এই অতিরিক্ত যৌনগন্ধী ব্যাপার ছড়ানো কি আদৌ প্রয়োজন?

 

ভাইরাল ক্লিপটি ধরা পড়েছে এক হাই-এনার্জি কনসার্ট থেকে। মঞ্চের চারদিক জুড়ে উজ্জ্বল গোলাপি আলো, জোর আওয়াজ আর তীব্র সুর! ঠিক তার মাঝেই শরীরচাপা লেপার্ড-প্রিন্ট আউটফিটে নেহা। ব্রালেট, ফ্রিঞ্জড মিনি স্কার্ট আর থাই-হাই বুটে তাঁর পোশাক থেকে ফুটে বেরোচ্ছে শরীরী চাঁদের হিল্লোল। লম্বা ব্লন্ড ঢেউ খেলানো চুল ঝাঁকিয়ে, ঝুঁকে পড়ে, গানের তালে তালে শরীরী মুভে নেহা যেন স্পষ্টভাবেই পারফরম্যান্সের ‘মুড’ ঠিক করে দিচ্ছেন।

 

তবে ভিডিওটির সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন নেহা স্টেজেই একটি জলের বোতল তুলে নিজের শরীরের ওপর ঢেলে দেন। আরও ভাল করে বললে, নিজের বক্ষবিভাজিকার উপর! বুকের উপর থেকে জল গড়িয়ে পড়তেই এক হাতে হাত তুলে নাচ চালিয়ে যান তিনি। এই দৃশ্যই নেটদুনিয়ায় সবচেয়ে বেশি নজর কেড়েছে। বহু দর্শকের মতে, এই কোরিওগ্রাফি গানের চেয়ে বেশি করে সামনে এনেছে শরীরসর্বস্ব বিষয়, তীব্র যৌনগন্ধী বিষয়।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Neha Kakkar (@nehakakkar)